শচীনকে পেছনে ফেলার অপেক্ষায় কোহলি

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
সাউদাম্পটন টেস্টে শচীনকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। আর মাত্র ৬ রান করলেই শচীনের চেয়ে কম ইনিংস খেলে ৬,০০০ রানের ক্লাবে প্রবেশ করবেন তিনি।
ক্রিকেটের মাস্টার ব্লাস্টার খ্যাত, ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ভারতের জার্সি গায়ে ১২০ ইনিংসে ছয় হাজারি রানের মাইলফলক স্পর্শ করেন।

অন্যদিকে ক্যারিয়ারের ১১৯ নম্বর ইনিংসেই সেই রেকর্ড ছোঁয়ার খুব কাছে ভিরাট কোহলি। ৫,৯৯৪ রান নিয়ে শচীনের ঘাড়ে নিশ্বাস ফেলছেন সময়ের সেরা এই ব্যাটসম্যান।
শুধু শচীন নয় ১২০ ইনিংস খেলে ছয় হাজারি রানের ক্লাবে নাম লিখিয়েছেন আরো দুজন ব্যাটসম্যান । তারা হলেন ওয়েস্ট ইন্ডিজ দলের সাবেক কিংবদন্তী অধিনায়ক ডিভ রিচার্ডস, এবং পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ।
তাই শচীনের পাশাপাশি এই দুই গ্রেট ব্যাটসম্যানকেও পিছনে ফেলার সুযোগ থাকছে ভিরাটের সামনে। তবে এই রেকর্ডে ধরাছোঁয়ার বাহিরে আছেন একজন। ছয় হাজারি রানের রেকর্ড গড়তে সবচেয়ে কম ৬৮ ইনিংস খেলেছেন ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্যাডম্যান।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার সাউদাম্পটনে সিরিজের চতুর্থ টেস্টে বাংলাদেশ সময় বিকেল চারটায় মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড।