বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

আত্মবিশ্বাস বৃদ্ধির সঞ্চালক ছিলেন মাশরাফি

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 14:31 বৃহস্পতিবার, 16 আগস্ট, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট  ||

ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজে হতাশাজনক পারফর্মেন্সের পর দারুণভাবে ওয়ানডে এবং টি টুয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছিলো বাংলাদেশ। কিন্তু টেস্ট ফরম্যাটে হোয়াইটওয়াশের লজ্জা এতে খুব একটা ম্লান হয়নি তাদের।

টাইগার ওপেনার তামিম ইকবাল নিজেও তাই হতাশ দলের এহেন পরাজয়ে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বিষয় নিয়েই কথা বলেছেন তিনি। সাদা পোশাকে এর থেকে আরও ভালো খেলার সামর্থ্য রয়েছে বাংলাদেশের বলে বিশ্বাস করেন তামিম। তাঁর ভাষ্যমতে,  

'আমাদের টেস্ট সিরিজ যতটা ভালো খেলা উচিত ছিল তার আশেপাশেও খেলতে পারি নি। অনেকে উইকেট ও বলের (ডিউজ) কথা বলছে। কিন্তু আমি বিশ্বাস করি আমরা এরচেয়ে আরও ভালো খেলতে পারতাম। উইকেট কঠিন ছিল, কিন্তু যেমন খেলেছি এর থেকে ভালো দল আমরা।'

মূলত টেস্ট সিরিজের আগে মানসিকভাবে কিছুটা ডাউন থাকার কারণেই এই পরিস্থিতিতে পড়তে হয়েছে বাংলাদেশ দলকে বলে মনে করছেন তামিম। টেস্টের খারাপ পারফর্মেন্স ওয়ানডে দিয়ে ভুলতে তাই বদ্ধপরিকর ছিলেন তারা। তামিম বলছিলেন, 

'টেস্ট সিরিজের আগে মানসিকভাবে আমরা ডাউন ছিলাম। আমাদের জন্য ওয়ানডে সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা জানতাম ওয়ানডে ফরম্যাটে আমরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।'

ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর পেছনে সবথেকে বেশি যার অবদান ছিল তিনি হলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি দলের সাথে যোগ দেয়ার সাথে সাথেই রাতারাতি পাল্টে গিয়েছিল টাইগারদের শরীরী ভাষা। আর এই কারণে মাশরাফিকে কৃতিত্ব দিতে ভুললেন না তামিম নিজেও। তাঁর বক্তব্য,   

'আমাদের ঘুরে দাঁড়ানোর পেছনে মাশরাফি ভাই এর দলে যোগ দেয়া বড় অবদান ছিল। তিনি হয়তো অন্যের হয়ে ব্যাটিং ও বোলিং করে দেয় নি। কিন্তু তিনি দলের অভ্যন্তরীণ পরিবেশ পরিবর্তন করতে অনেকে সাহায্য করেছেন। একটা বাজে টেস্ট সিরিজের পর প্লেয়ারদের মধ্যে অনেক নেতিবাচক মনোভাব থাকে, পরিস্কার মনোভাব থাকে না। তিনি যেই ইতিবাচক মনোভাবটা নিয়ে এসেছেন, সেটা সবার মধ্যে ছড়িয়ে পড়ে। এটা বড় কারন ছিল।'

শুধু তাই নয়, মাশরাফির দেখানো পথে কঠিন উইকেটে হাল না ছেড়ে খেলে যাওয়াটাও সাফল্যের আরেকটি কারণ হিসেবে উল্লেখ করেছেন টাইগার এই ওপেনার। ক্যারিবিয়ানদের বোলিংয়ের সামনে বলা যায় অনেকটা মাটি কামড়েই পড়ে ছিলেন তামিম সাকিবরা। আর এই কারণেই রান করতে সক্ষম হয়েছেন তারা। এই মানসিকতাই দলের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে অনেকাংশে বলে বিশ্বাস করেন তামিম ইকবাল। তাই তো তিনি বললেন,   

'এরপর যেভাবে করে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা খেললাম, কঠিন উইকেটে আমরা কোন সময় হাল ছেড়ে দেয়নি। কষ্ট করে উইকেটে ছিলাম আমরা। সেটার ফলাফল পেয়েছি আমরা। এরপর স্বভাবতই দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। আমার কাছে মনে এমন টেস্ট সিরিজের পর ওয়ানডে ও টি-টুয়েন্টিতে ফিরে আসা বিশেষ পারফর্মেন্স ছিল।'