ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর

বাংলাদেশ সফরে উইকেট জুজুতে পড়বে উইন্ডিজরা?

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 18:04 সোমবার, 13 আগস্ট, 2018

চলতি মাসের নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজটি যে স্পোর্টিং উইকেটেই খেলা হবে তা অনেকটাই নিশ্চিত করেই বলা যায়। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও এমনটা জানিয়েছেন সাংবাদিকদের। অন্তত বাংলাদেশের পক্ষে যায় এমনই উইকেট বানানো হবে বলে নিশ্চিত করেছেন এই বিসিবি কর্মকর্তা। বিশেষ করে উইন্ডিজদের যে উইকেটের গোলকধাঁধাতেই ফেলতে চাইবে বাংলাদেশ সেটিও ইঙ্গিত দিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন,    

'আমরা স্পোর্টিং উইকেট চাই এতে সন্দেহ নেই। আমাদের বাংলাদেশের কন্ডিশনে অবশ্যই যেটি সাহায্য করবে এবং দলকে যেটি সাপোর্ট করবে আমরা চাইবো তেমন উইকেটই হোক।'

তবে হোম গ্রাউন্ডের সুবিধা নেয়াটাই যে মূল উদ্দেশ্য থাকবে সেই বিষয়টিও নিশ্চিত করেছেন জালাল ইউনুস। তার ভাষ্যমতে, 'আমাদের স্ট্র্যাটেজি একেবারেই ভিন্ন। সবাই যে যার হোম গ্রাউন্ডে সুবিধা নেয়। ভারতও তাদের মতো করেই উইকেট বানায়। ইংল্যান্ডও তাদের মতো উইকেট করে। আমাদের যে ধরণের সুবিধা হবে সেধরণের উইকেটই চাইবো।'

যদিও কি ধরণের উইকেট বানানো হবে সেটি সরাসরি এখনই বলতে চাননি জালাল ইউনুস। তবে মূলত বাংলাদেশের কন্ডিশনের সাথে সামঞ্জস্যতা রেখেই উইকেটের কথা ভাবা হবে উল্লেখ করে তিনি জানিয়েছেন, 

'এখন তো জোর করে বলতে পারছি না কিরূপ উইকেট। এটা বলাও ঠিক না একজন কর্মকর্তা হিসেবে। কি ধরণের উইকেট হবে, স্পিন নাকি পেস সহায়ক সেটি এখনই বলা কঠিন।'