ভারত - ইংল্যান্ড সিরিজ

হাজারতম টেস্টে ইংলিশদের রোমাঞ্চকর জয়

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 18:04 শনিবার, 04 আগস্ট, 2018

রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিয়েছে এজবাস্টন টেস্ট। ভিরাট কোহলির সেঞ্চুরি পাওয়া থেকে শুরু করে তরুন স্যাম কুরানের দুর্দান্ত বোলিং সবই দেখা মিলেছে এই টেস্টে।

সেই সঙ্গে ইশান্ত শর্মার এক স্পেলে ইংলিশদের ব্যাটিং ধ্বসের নজিরও মিলেছে এই টেস্টে। কিন্তু দিন শেষে শেষ হাসি হেসে ইংলিশরা। ভারতের হয়ে দুই ইনিংসেই একাই লড়াই করেছেন দলপতি ভিরাট কোহলি। 

৩১ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ভিরাট কোহলির দলকে। চতুর্থ দিন ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত গুটিয়ে গিয়েছে ১৬২ রানে।

দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক ভিরাট কোহলি। ইংলিশদের পক্ষে বেন স্টোকস একাই নিয়েছেন ৪ উইকেট। 

চতুর্থ দিন সকালে ৫ উইকেটে ১১০ রান নিয়ে ব্যাট করতে নেমেছিল ভারত। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ইংলিশরা অলআউট হয়েছিল ১৮০ রানে।

ভারতের পক্ষে ইংলিশ শিবিরে একাই ধ্বস নামিয়েছেন পেসার ইশান্ত শর্মা। ৫১ রান খরচ করে তিনি নিয়েছেন ৫ উইকেট। আর প্রথম ইনিংসে ইংলিশরা অলআউট হয়েছিল ২৮৭ রানে।

এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারত গুটিয়ে যায় ২৭৪ রানে। দলের পক্ষে একাই লড়েছেন অধিনায়ক ভিরাট কোহলি। ১৪৯ রান করে বিদায় নেন তিনি।