ভারত-ইংল্যান্ড সিরিজ

বোলারদের তান্ডবে সমানে সমান ভারত-ইংল্যান্ড

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 00:04 শুক্রবার, 03 আগস্ট, 2018

এজবাস্টন টেস্টের দুইদিনেই ২১ উইকেটের পতন হয়েছে। টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। আর স্বাগতিক ইংল্যান্ড আছে ৫ নম্বরে। তবে দুই দলেরই ব্যাটিংয়ের চিত্র একই চলতি টেস্টে।

দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৯ রান করেছে ইংলিশরা। অ্যালিস্টার কুক কোনো রান না করেই অশ্বিনের বলে বোল্ড হয়ে আউট হয়েছেন। কিয়াটন জেনিংস ৫ রান করে অপরাজিত আছেন। দিন শেষে ভারতের চেয়ে ২২ রানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড।

এর আগে টেস্টের প্রথম দিনে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। কিন্তু ভারতীয়দের বোলিং তোপে প্রথম দিনেই হারায় ৯ উইকেট। দ্বিতীয় দিনে মাত্র দুই রান যোগ করে দলীয় ২৮৭ রানে শেষ উইকেটের পতন হয়েছে ইংল্যান্ডের।

স্বাগতিকদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৮০ রান করেছেন অধিনায়ক জো রুট, ৭০ রান এসেছে জনি বাইরস্টোর ব্যাট থেকে। ভারতীয়দের হয়ে ৪ টি উইকেট দখল করেছেন রবিচন্দন অশ্বিন। ৩ টি উইকেট দখল করেছেন মোহাম্মদ শামি। 

১ টি করে উইকেট গেছে উমেশ যাদভ ও ইশান্ত শর্মার ঝুলিতে। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৭৪ রানে অল আউট হয়েছে ভারত। ফলে স্বাগতিকরা প্রথম ইনিংসে লিড পেয়েছে ১৩ রানের।

ভারতের ইনিংস মূলত একাই টেনেছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। দলীয় ৫৪ রানের মধ্যে রাহুল (৪) ও বিজয়ের (২০) উইকেট হারানোর পর উইকেটে আসেন তিনি। এরপর তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই।

ভারতের শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি ব্যক্তিগত ১৪৯ রান করে আউট হয়েছেন।  ২২৫ বলের এই ইনিংস খেলার পথে ২২ টি চার আর একটি ছয় মেড়েছেন কোহলি। ইংল্যান্ডের মাটিতে এটিই কোহলির প্রথম সেঞ্চুরি।

সাদা পোষাকের ক্রিকেটে ভারতীয় অধিমায়কের ২২ তম সেঞ্চুরি এটি। শেষ উইকেট জুটিতে উমেশ যাদভকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন কোহলি। আর কেউই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

ফলে অল আউট হয়ে যায় ভারত। ইংল্যান্ডের হয়ে স্যাম কুরান একাই নিয়েছেন ৪ উইকেট। তাছাড়া ২ টি করে উইকেট নিয়েছেন জিমি অ্যান্ডারসন, আদিল রশিদ ও বেন স্টোকস। এজবাস্টন টেস্টের দুই দিন শেষে বোঝাই যাচ্ছে এটি বোলারদের জন্য সর্গরাজ্য।