ভারত-ইংল্যান্ড সিরিজ

ইংল্যান্ডের বিপক্ষে কোহলির ব্যাটে রেকর্ড

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:46 বৃহস্পতিবার, 02 আগস্ট, 2018

ইংল্যান্ডের ১ হাজার তম টেস্ট ম্যাচ চলছে এজবাস্টনে। ঐতিহাসিক এই ম্যাচে ব্যাট হাতে দারুণ এক রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে ১ হাজার রানের কীর্তি গড়েছেন তিনি।

ভারতের ১৩ তম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে হাজারের ক্লাবে ঢুকলেন কোহলি। চলতি সিরিজের আগে মাত্র ২৩ রান দরকার ছিল ভারতীয় এই অধিনায়কের। ব্যাট হাতে নেমেই সেই রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন তিনি।

ভারতের ইনিংসের ৩৪ তম ওভারে বেন্ট স্টোকসের শেষ বলে একটি সিঙ্গেল নিয়েই রেকর্ড বইয়ে ঢুঁকে পড়েন কোহলি। এই তালিকায় সবার উপরে আছে কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।

তিনি ইংল্যান্ডের বিপক্ষে মোট ২৫ শত ৩৫ রান করেছেন। এই তালিকায় শচীনের পরেই আছেন সুনিল গাভাস্কার (২৪৭৩), রাহুল দ্রাবিড় (১৯৫০), গুণ্ডাপ্পা বিশ্বনাথ (১৮৮০), দিলীপ ভেঙ্গসরকার (১৫৮৯), কাপিল দেব (১৩৫৫), মোহাম্মদ আজহারউদ্দিন (১২৭৮), বিজয় মঞ্জরেকর (১১৮১), মহেন্দ্র সিং ধোনি (১১৫৭), ফারুক ইঞ্জিনিয়ার (১১১৩), চেতেশ্বর পূজারা (১০৬১) এবং রবি শাস্ত্রী (১০২৬)।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে মোট ১৪ টি সাদা পোষাকের ম্যাচ খেলেছেন কোহলি। এর মধ্যে ৯টিই ঘরের মাঠে। বাকি ৫ টি ইংল্যান্ডে। ভারতে বরাবরই দারুণ ব্যাটিং করে থাকেন কোহলি। নিজ দেশে ইংলিশদের বিপক্ষে ৯ ম্যাচে ৮৪৩ রান করেছেন তিনি।

৭০.২৫ গড়ে তুলে নিয়েছেন ৩টি শতক ও ২টি অর্ধশতক। ইংল্যান্ডের মাটিতে অবশ্য নিজেকে চেনাতে ব্যর্থ কোহলি। ২০১৪ সালের ক্যারিয়ারের প্রথম ইংল্যান্ড সফরে ১৩.৪০ গড়ে করেছিলেন মোট ১৩৪ রান। ভারত সেবার ৩-১ ব্যবধানে ৫ ম্যাচের সিরিজ হেরেছিল।