ইংল্যান্ড-ভারত সিরিজ

হাসপাতালে জস বাটলার

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 19:10 বৃহস্পতিবার, 02 আগস্ট, 2018

জমে উঠেছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। টেস্টের দ্বিতীয় দিন সকালেই অল আউট হয়েছে ইংলিশরা।

আর ব্যাট করতে নেমে শুরুতে দারুন খেললেও ইংলিশ তরুন পেসার স্যাম কুরানের বোলিং ঝলক দেখেছে ভারতের ব্যাটসম্যানরা। এই তরুন এক স্পেলেই তুলে নিয়েছেন ভারতীয় টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে।

এদিকে দ্বিতীয় দিন সকালে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন চলতি সিরিজে ইংলিশদের সহ অধিনায়কের দায়িত্ব পালন করা উইকেট রক্ষক ব্যাটসম্যান জস বাটলার। 

তিন উইকেট হারিয়ে ভারত যখন বিপদে ছিল তখন আরও একটি উইকেট নেয়ার সুযোগ পেয়েছিল ইংলিশরা। জেমস অ্যান্ডারসনের ওভারে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি।

কিন্তু স্লিপে তাঁর ক্যাচটি লুফে নিতে ব্যর্থ হন বাটলার। আর সেই সময়েই হাতে চোট পান এই ডানহাতি ব্যাটসম্যান। চোট পাওয়ার সাথে সাথে মাঠ ত্যাগ করেন তিনি।

জানা গিয়েছে এরপরই বাটলারকে হাসপাতালে পাঠায় ইংলিশরা। এজবাস্টনের একটি হসপিটালে আঙ্গুলের এক্স-রে করার জন্য পাঠানো হয়েছে তাকে। 

এদিকে প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ১০০ রান। ভিরাট কোহলি ২১ নিয়ে ক্রিজে ব্যাট করছেন। প্রথম ইনিংসে ইংলিশরা অলআউট হয়েছে ২৮৭ রানে।