ভারত-ইংল্যান্ড সিরিজ

অশ্বিনের বোলিং ঘূর্ণিতে প্রথম দিন ভারতের

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 23:41 বুধবার, 01 আগস্ট, 2018

এজবাস্টনে ইতিহাস গড়া টেস্টে খেলতে নেমেছে স্বাগতিক ইংল্যান্ড। নিজেদের ১০০০ তম টেস্ট ম্যাচ খেলছে ক্রিকেট বিশ্বের সুপ্রাচীন এই দলটি। এই ঐতিহাসিক ম্যাচের শুরুর দিনটা অবশ্য ভালো হয়নি ইংলিশদের।

তারা ৯ উইকেট হারিয়ে ২৮৫ রান করে প্রথম দিন শেষ করেছে। এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের।

তারা দলীয় ২৬ রানের মাথায় ওপেনার কুকের উইকেট হারায়। এই ওপেনার মাত্র ১৩ রান করে ভারতীয় স্পিনার রবি রবিচন্দন অশ্বিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।দ্বিতীয় উইকেটে জেনিংসকে নিয়ে ৭২ রানের জুটি গড়েন রুট।

জেনিংস ৪২ রান করে ফিরে গেলে অল্প ব্যবধানেই ৮ রান করা ডেভিড মালানের উইকেট হারায় ইংলিশরা। এরপর বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ১০৪ রান যোগ করেন রুট। ইংল্যান্ডের ইনিংস মূলত টেনেছেন এই দুজনই।

ব্যক্তিগত ৮০ রান করে ভিরাট কোহলির দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে মাঠ ছাড়েন ইংল্যান্ড দলপতি রুট। এরপর বাইরস্টোও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ৭০ রান করে যাদভের বলে বোল্ড হয়ে আউট হয়েছেন।

এই দুজনের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা। বেন স্টোকস ২১ ও আদিল রশিদ মাত্র ১৩ রান করে আউট হয়েছেন। দিন শেষে স্যাম কুরান ২৪ ও জেমস অ্যান্ডারসন কোনো রান না করেই অপরাজিত আছেন।

ভারতের হয়ে একাই ৪টি উইকেট দখল করেছেন স্পিনার রবিচন্দর অশ্বিন। তাছাড়া ২ টি উইকেট নিয়েছেন পেসার মোহাম্মদ শামি। ১টি করে উইকেট গেছে দুই পেসার ইশান্ত শর্মা ও উমেশ যাদভের ঝুলিতে।

ইংল্যান্ডের মাটিতে কোনো টেস্টের প্রথম দিনেই ৪ উইকেট তুলে নেয়া প্রথম ভারতীয় বোলার অশ্বিন। প্রথম দিন শেষে ৬০ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেছেন এই ভারতীয় স্পিনার। যা এশিয়ার বাইরে কোনো ভারতীয় স্পিনারের চতুর্থ সেরা বোলিং পরিসংখ্যান।

এই তালিকায় ৯৪ রানে ৬ উইকেট নিয়ে সবার উপরে আছেন চন্দ্রশেখর। তার পরেই ৫৫ রান দিয়ে ৫ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বিষেন সিং বেদী। আর ৮৪ রানে ৫ উইকেট নিয়ে এই তালিকার তিন নম্বরে কুম্বলে। অশ্বিনের সামনে এখনও সুযোগ আছে কুম্বলেকে ছাড়িয়ে এই তালিকার তিন নম্বরে উঠে যাওয়ার।

ইংল্যান্ড একাদশ: অ্যালিস্টার কুক, কিটন জেনিংস, জো রুট (অধিনায়ক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার, আদিল রশিদ, স্যাম কুরান, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।

ভারতীয় একাদশ: মুরালি বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, উমেশ যাদব ও ইশান্ত শর্মা।