বাংলাদেশের ব্যস্ত সূচি

ফ্র্যাঞ্চাইজি লীগে খেলা কমিয়ে দিচ্ছেন সাকিব

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 16:50 বুধবার, 01 আগস্ট, 2018

বাংলাদেশ ক্রিকেট দলের অপরিহার্য সদস্য অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রায় প্রতিটি সিরিজেই সাকিবকে ছাড়া একাদশ গঠন করার কথা ভাবতেই পারেন না নির্বাচকেরা।

এখন প্রশ্ন হলো টানা এভাবে ম্যাচ খেলার কারণে কি ক্লান্তি জেঁকে ধরে না সাকিবকে? সাকিবের নিজের মুখ থেকেই জানা যাক এই প্রশ্নের উত্তর। বাংলা দৈনিক কালের কণ্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে টাইগারদের এই অলরাউন্ডার জানিয়েছেন মাঝে মাঝে যথেষ্ট ক্লান্ত বোধ করেন তিনি।

তার ওপর বয়সও মাঝে মাঝে বাঁধা হয়ে দাঁড়ায় এক্ষেত্রে। সাকিব তাই বলছিলেন, 'সত্যি কথা বলতে কি, ওয়ানডে আর টি-টোয়েন্টি নিয়ে সমস্যা হয় না। তবে পুরো একটি সিরিজ হলে শেষ দিকে ক্লান্তি চলে আসে। এটা স্বাভাবিক। অনেক ফিট খেলোয়াড়ের ক্ষেত্রেও এমনটা হতে পারে। আর বয়স তো একটা ফ্যাক্টর অবশ্যই। এ কারণেই এখন প্রায় সব জায়গায় পরিবারকেও সঙ্গে নিয়ে যাই।'

অবশ্য বর্তমানে চাপ কমাতে বিদেশী ক্রিকেট লীগগুলোতে কম খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগেই যেমন খেলছেন না তিনি। দেশের হয়ে প্রতিটি সিরিজেই যেন ফিট হয়ে খেলতে পারেন সেটাই এখন সাকিবের মূল উদ্দেশ্য। এই প্রসঙ্গে টাইগারদের টেস্ট অধিনায়ক বলছেন,

'আর হ্যাঁ, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারটা আমি নিজেও সিরিয়াসলি ভাবছি। এবার সিপিএল খেলছি না। আইপিএল ছাড়া অন্যান্য বিদেশি লিগেও অনেক কম খেলছি, যেন প্রতিটা সিরিজ ফিট থেকে খেলতে পারি।'

এদিকে আগামী বছর আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ব্যস্ত সময় পার করতে হবে বাংলাদেশকে। টেস্ট, ওয়ানডে এবং টি টুয়েন্টি ম্যাচ তো আছেই, সাথে রয়েছে বিপিএল, ডিপিএলের মতো টুর্নামেন্টও।সুতরাং দম ফেলার ফুরসৎ পাচ্ছে না টাইগাররা। সুতরাং এই বিষয়টি নিয়ে সকলের পরিকল্পনা মাফিক এগোতে হবে বলে মনে করেন সাকিব। তিনি বলেন,

'এটা নিয়ে প্ল্যান করা উচিত। আমি জানি না এই সিরিজ শেষ হওয়ার পর এশিয়া কাপের আগে এ নিয়ে কথা বলার সুযোগ থাকবে কি না। তবে আমার একার না, আমাদের সবারই এটা নিয়ে প্ল্যান করা জরুরি। কারো কাছ থেকে সেরা নৈপুণ্য পেতে হলে সেভাবে পরিকল্পনা করা উচিত, যেন খেলোয়াড়টি একেবারে ফ্রেশ থাকে।'

শুধু শারীরিকভাবেই নয়, মানসিক দিক থেকেও ভালো করার ক্ষুধা থাকতে সকলের বলে বিশ্বাস করেন টাইগার অলরাউন্ডার। এমন মানসিকতা থাকলে তবেই সেরাটা বের করে আনা সম্ভব উল্লেখ করে সাকিবের বক্তব্য, 

'শারীরিকভাবে ফিট থাকলেই হবে না, খেলোয়াড়ের মনে ভালো করার ক্ষুধাও থাকতে হবে। তবেই ওই খেলোয়াড়ের মধ্য থেকে সেরা নৈপুণ্য বের করে নেওয়া যাবে। তো, ঠিকঠাক প্ল্যান করতে পারলে এগুলো নিয়ে তেমন সমস্যা হবে না।'