ছন্দ ফিরে পাওয়াই টাইগারদের বড় অর্জন

ছবি: ইমরুল কায়েস, ছবি - ক্রিকফ্রেঞ্জি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ভরাডুবির পর ওয়ানডে সিরিজে শক্তভাবেই ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। হতাশা থেকে বেরিয়ে এভাবে ঘুরে দাঁড়ানোকেই টাইগারদের একমাত্র অর্জন হিসেবে দেখছেন বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস।
টেস্ট স্কোয়াডে থেকেও মূল দলে জায়গা হয়নি দেশের অভিজ্ঞ এই ওপেনারের। এই নিয়ে তেমন কোন আক্ষেপ প্রকাশ না করলেও দলের এমন বিপর্যয়ে কিছুটা হলেও মনঃক্ষুণ্ণ হয়েছেন তিনি। তবে এখান থেকে সঠিক শিক্ষা নিয়ে আগামী সিরিজে কাজে লাগাতে হবে বলে মনে করেন কায়েস।
মঙ্গলবার মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুশীলন করার সময় সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন দেশের হয়ে ৩৪ টেস্ট খেলা এই ব্যাটসম্যান।

'আমি তো আসলে ম্যাচ খেলি নি। তবে সবমিলিয়ে আমাদের দল খুব একটা ভালো করতে পারেনি। তারপরও টেস্টের পর আমরা যেভাবে কামব্যাক করেছি, সেটা আমাদের জন্য বড় অর্জন। টেস্টে আমরা ভালো খেলি নি, কিন্তু সামনের সিরিজ গুলোতে এই সিরিজের শিক্ষা অনেক কাজে দিবে।'
বাইরের মাটিতে খেলা যে কোন দলের উপর একটু বাড়তি চাপের সৃষ্টি করে। সে রকমই বাড়তি মানসিক চাপের ফসল টাইগারদের টেস্টে এমন পরাজয়। তবে সব কিছু ভুলে আগামীতে কিভাবে সাফল্য আনা যায় সেদিকেই নজর দেয়ার পরামর্শ দিয়েছেন কায়েস। তাঁর ভাষায়,
'টেস্ট ক্রিকেটটা আমাদের জন্য কঠিন, এটা বলব না। কারন এর আগে আমরা টেস্টে অনেক সাফল্য পেয়েছি। আমরা মানসিকভাবে একটু পিছিয়ে ছিলাম। কিন্তু প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট দিয়ে আমরা অনেক ভালোভাবে কামব্যাক করেছি, মানসিকভাবে।
'কিছু কিছু জায়গায় আমরা ভালো করতে পারি নি। আমার মনে হয় এখনই এত চিন্তিত না হয়ে সামনের সিরিজ গুলোতে ভালো করার চেষ্টা করা ভালো।'