নিউজিল্যান্ড সিরিজ

কিউইদের বিপক্ষে তিন টেস্টের সিরিজে বাংলাদেশ

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 11:48 মঙ্গলবার, 31 জুলাই, 2018

২০০০ সালে টেস্ট মর্যাদা পেলেও এখন পর্যন্ত মাত্র তিন বার তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে খেলার পর ২০০৭ সালে শ্রীলঙ্কা এবং ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলেছিলো টাইগাররা।  

দীর্ঘ চার বছর পর আবারো তিন ম্যাচের সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি এবং মার্চের দিকে চতুর্থবারের মতো তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে উড়াল দিবে সাকিব আল হাসানের দল। 

কিউইদের বিপক্ষে এই টেস্ট সিরিজটি ছাড়াও সেখানে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজও খেলবে টাইগাররা। অবশ্য এই ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে টেস্টের লড়াইয়ে নামার আগেই।  

সূচি অনুযায়ী আগামী বছরের ১৩ই ফেব্রুয়ারিতে ম্যাকলিন পার্কে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ তারিখ ক্রাইস্টচার্চের মাঠে। আর ফেব্রুয়ারির ২০ তারিখে শেষ ওয়ানডে খেলবে সফরকারীরা। ইউনিভার্সটি অফ ওটাগো ওভালে হবে এই ম্যাচটি। 

এরপর তিন ম্যাচের টেস্ট সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ২৮শে ফেব্রুয়ারি, ৮ই মার্চ এবং ১৬ই মার্চে। প্রথম ম্যাচটি সিডন পার্কে, দ্বিতীয়টি ওয়েলিংটন এবং শেষ ম্যাচটি ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি- 

দল  ফরম্যাট তারিখ ভেন্যু
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড  ওয়ানডে  ১৩ই ফেব্রুয়ারি, ২০১৯ ম্যাকলিন পার্ক
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড  ওয়ানডে  ১৬ই ফেব্রুয়ারি, ২০১৯  ক্রাইস্টচার্চ
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড  ওয়ানডে  ২০শে ফেব্রুয়ারি, ২০১৯  ওভাল
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড  টেস্ট  ২৮শে ফেব্রুয়ারি, ২০১৯  সিডন পার্ক 
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড  টেস্ট  ৮ই মার্চ, ২০১৯  ওয়েলিংটন
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড  টেস্ট  ১৬ই মার্চ, ২০১৯  ক্রাইস্টচার্চ