যুব দলের শ্রীলঙ্কা সফর

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টাইগার যুবারা

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:05 সোমবার, 30 জুলাই, 2018

চলতি বছরের সেপ্টেম্বরের ২৭ তারিখ বাংলাদেশে পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯  এশিয়া কাপ ক্রি‌কে‌টের এবারের আসরের। এই টুর্নামেন্ট মাঠে গড়াবে দেশের চারটি ভেন্যুতে। এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ যুব দল।

যুবাদের প্রথম ধাপের প্রস্তুতি শুরু হয়েছিল গেলো জুনে। খুলনায় তিন সপ্তাহ চলে সেই অনুশীলন। বর্তমানে মিরপুরের একাডেমীতে চলছে দ্বিতীয় ধাপের প্রস্তুতি। এখানে নিজেদের ভুল ত্রুটিগুলো সুধরে নিচ্ছেন টাইগার ক্রিকেটাররা।

চলতি মাসের ৮ তারিখে শুরু হওয়া চার সপ্তাহের এই ক্যাম্প শেষ হবে আগামী ১০ আগস্ট। এরপর ঈদ উল  আযহার ছুটি শেষে তৃতীয় ধাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

এশিয়া কাপ শেষে বাংলাদেশ যুব দল শ্রীলঙ্কা সফরে যাবে। আসন্ন এই সফররের কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ক্রি‌কে‌ট বোর্ডের (বিসিবি) গেমস ডেভেলপমেন্ট  ম্যানেজার  এ কে এম কায়সার।

আসন্ন এই সফরে শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ ও ৫ টি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগার যুবারা। ফলে বোঝাই যাচ্ছে সামনে ব্যস্ত সূচি অপেক্ষা করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের।

"এশিয়া কাপের পরে সপ্তাহ খানেক বন্ধ থাকবে ক্যম্প। এরপরে শ্রীলঙ্কা যাবে দল। সেখানে দুইটি চার দিনের ম্যাচ খেলবে আর পাঁচটি ওয়ানডে খেলবে। জাতীয় দলের চেয়েও অনূর্ধ্ব-১৯ এর ছেলেরা ব্যস্ত থাকবে। এরপরে তো আবার বিশ্বকাপ।"

যুব বিশ্বকাপের আগে যুব দলের কোচিং স্টাফ ও ম্যানেজারের পদে কোনো পরিবর্তন আসছে না বলেও জানিয়েছেন বিসিবির এই গেমস ডেভেলপমেন্ট ম্যানেজার। যাতে দলের বোঝাপড়ায় কোনো ঝামেলা না হয়।

"দলের ম্যানেজমেন্টে এখন যারা আছে তারাই থাকবে। নতুন করে কোনো বিশেষজ্ঞ যোগ দিতে পারে। বিশ্বকাপ পর্যন্ত কাউকে পরিবর্তন করতে চাইনা। ক্রিকেটারদের সঙ্গে বোঝাপড়ায় সমস্যা হয় তাহলে।"