ভারত-ইংল্যান্ড সিরিজ

বিদেশের মাটিতে সেরা দল হয়ে ওঠার লক্ষ্য ভারতের

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 21:45 বৃহস্পতিবার, 26 জুলাই, 2018

আগামী মাসের ১ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। চলতি ইংল্যান্ড সফরে তিন ম্যাচ টি২০ সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল ভিরাট কোহলির দল।

তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে সফরকারীদের হারিয়ে বদলা নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। টেস্ট সিরিজকে সামনে রখে চেমসফোর্ডের মাঠে অনুশীলন করছে ভারত। তবে সম্প্রতি খবর বেড়িয়েছে মাঠের পরিস্থিতি নিয়ে খুশি নয় ভারতীয় দল।

পিচে অতিরিক্ত ঘাস, আউটফিল্ড নিয়ে ক্ষুদ্ধ ভারতীয় দল তাদের অনুশীলন আগেই থামিয়ে দিয়েছে। সঙ্গে এই মাঠে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচের দৈর্ঘ্য ১ দিন কমিয়ে দেয় তারা। এসেক্সের বিরুদ্ধে এই মাঠেই টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলছিল ভারত।

এদিকে ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন, মাঠের আউটফিল্ড নিয়ে চিন্তিত নন তিনি। তার দলের প্রধান লক্ষ্য ইংল্যান্ডকে হারানো। সেই দিকেই নজর দিতে চান তিনি। প্রতিপক্ষের দেশে খেলতে এসে উইকেট-আউটফিল্ড নিয়ে প্রশ্ন তোলা অমূলক বলেও মনে করেন তিনি।

‘‘আমার দর্শন খুব সহজ। তোমার দেশে এসে আমি কোনও প্রশ্ন করি না, তুমিও আমাদের দেশে এসে তা হলে প্রশ্ন তুলো না। আমি নিজে গত কাল গ্রাউন্ডসম্যানকে বলি, পিচ থেকে ঘাস কাটার কোনও দরকার নেই। যেমন আছে, তেমনই রেখে দাও। এই সফরে একটা জিনিস আপনারা দেখতে পাবেন না। পরিবেশ বা পিচের অবস্থা নিয়ে আমাদের কোনও ক্রিকেটারকে অভিযোগ জানাতে শোনা যাবে না। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে, ওদের হারানো। আমরা সেটার উপরেই মনোনিবেশ করতে চাই।’’

নিজেদের মাটিতে ভারত বর্তমানে বিশ্বের অন্যতম সেরা দল। তাদের লক্ষ্য এখন বিদেশের মাটিতেও সেরা দল হয়ে ওঠা। ইংল্যান্ডের মাটিতে অভিযোগ জানাতে নয় ক্রিকেট খেলতে এসেছেন কোহলিরা এটাও ভালো করে মনে করিয়ে দিয়েছেন শাস্ত্রী।

‘‘আমরা বিদেশের মাঠে সেরা দল হয়ে উঠতে চাই। ছেলেরা গর্বের সঙ্গে বিদেশের মাঠে এসে পারফর্ম করতে চায়। আমি পরিষ্কার করে দিতে চাই যে, কেউ অভিযোগ জানাতে এখানে আসেনি। সেরা ক্রিকেট খেলতে এসেছি আমরা।’’

ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইয়ের বরাতে জানা গিয়েছিল, শাস্ত্রীকে উত্তেজিত ভাবে স্থানীয় মাঠ কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। পিচ এবং আউটফিল্ড নিয়েই যে এই উত্তেজিত কথোপকথন, সেটাও ধরে নেওয়া হচ্ছিল। তবে শাস্ত্রী এই বিষয়টি অস্বীকার করেছেন। 

‘‘পিচ বা আউটফিল্ড, কোনওটা নিয়েই আমরা অভিযোগ করিনি। পিচে ভাল ঘাস ছিল। গ্রাউন্ডসম্যান আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি ঘাস তুলে দিতে চাই কি না। আমি পরিষ্কার ওঁকে বলি, একেবারেই না। ঘাস থাকবে কি থাকবে না, সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। আপনি যে উইকেট দেবেন, আমি খেলব। তাই আপনি যখন আমাদের দেশে আসবেন, আপনিও পিচ নিয়ে কিছু বলতে পারবেন না।’’