বাশারের ভাবনায় গুরুত্ব পাচ্ছে টেস্ট

ছবি: ছবিঃ- ক্রিকফেঞ্জি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে লজ্জাজনকভাবে হোয়াইটওয়াশ হয়েছিল সফরকারী বাংলাদেশ। তবে রবিবার স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জয়লাভ করে কিছুটা হলেও স্বস্তিতে সফরকারীরা।
আর এই ম্যাচ জেতার মধ্য দিয়ে টাইগার শিবিরের সকলেই স্বস্তির নিশ্বাস নিচ্ছেন বলে মনে করছেন বিসিবির নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার। একইসাথে বাশার মনে করেন, একটি সিরিজ ভালো অথবা খারাপ দিয়ে কখনই মূল্যায়ন করা ঠিক নয়।
ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলা টেস্টের সেই ভয়াবহ স্মৃতি আগামীতে পুনরাবৃত্তি করতে চান না বোর্ডের নির্বাচক। তাই ভবিষ্যতের জন্য বাংলাদেশকে টেস্ট নিয়ে আরও বেশি ভাবতে হবে বলে মনে করেন বাশার। সোমবার সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,

'অনেক বেশি স্বস্তির। আমরা জানি আমরা টেস্ট সিরিজে খুব খারাপ খেলেছি। আবার আমরা এটাও জানি এটা আমাদের ক্রিকেট নয়। কিন্তু একটা সিরিজ ভাল করলেই আমরা অনেক মূল্যায়ন করা শুরু করি যেটা আসলে ঠিক নয়। তবে টেস্ট ম্যাচ নিয়ে আমাদের ভাবতে হবে, সামনে যেসব ম্যাচ আছে সেখানে এমন ফলাফল আমাদের কাম্য নয়।'
বেশ কয়েক বছর ধরে ওয়ানডে ফরম্যাটে নিয়মিত ভালো পারফর্ম করছে বাংলাদেশ। আর এই ফরম্যাটে বিশ্ব ক্রিকেটের কাছে পরিচিত টাইগাররা। তাই পরিচিত ফরম্যাটে ভালো খেলতে পারায় অনেক বেশি আনন্দিত দেশের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার।
তিনি মনে করেন, ২০১৯ বিশ্বকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। তাই আত্মবিশ্বাস আরও মজবুত করতে বাইরের মাটিতে ভালো খেলা অত্যাবশ্যক। তার ভাষায়,
'যারা খেলছে তারা ভাল খেলেই ফলাফল আনছে। তারা সবাই ভাল পারফর্মার। কিন্তু আমি খুশি কারণ যে ফরম্যাটে আমরা বেশি পরিচিত সে ফরম্যাটেই জয় পেয়েছি আমরা। সামনে যেহেতু ওয়ানডে বিশ্বকাপ। তাই আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য সেখানে (ওয়ানডে সিরিজে) ভাল করাটা গুরুত্বপূর্ণ।'