শান্তশিষ্ট রুটকে রাগিয়ে দেয়াই পরিকল্পনা ছিল ভারতের

ছবি: প্রসিধ কৃষ্ণা (মাঝে) ও জো রুট (ডানে), ফাইল ফটো

জ্যাক ক্রলির বিদায়ের পর রুট যখন ব্যাটিংয়ে আসেন, ইংল্যান্ড তখন দুই উইকেটে ১২৯ রান নিয়ে শক্ত অবস্থানে। ভারতের ২২৪ রানের জবাব দিতে নেমে তারা বেশ সুবিধাজনক জায়গায় ছিল। কিন্তু এরপর শুরু হয় একাধিক কথার লড়াই ও মানসিক চাপ তৈরির প্রচেষ্টা।
ইংল্যান্ডের প্রয়োজনে জীবন ‘ঝুঁকির মুখে’ ফেলবেন ওকস
৪ আগস্ট ২৫
প্রসিধ কৃষ্ণা প্রথম বলেই রুটকে বিপাকে ফেলেন। তিন বল পর ক্রস-সিম ডেলিভারিতে বিপাকে ফেলে প্রসিধ রুটকে লক্ষ্য করে কিছু বলেন। পরের বলেই চার মারেন রুট, জবাব দেন কথা দিয়েও। যুক্ত হন মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আম্পায়ার ধর্মসেনাকে হস্তক্ষেপ করতে হয়।

দিনের খেলা শেষে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রসিধ বলেন, 'জানি না রুট কেন করেছে (পাল্টা প্রতিক্রিয়া)… আমি স্রেফ বলেছিলাম, তোমাকে বেশ ভালো ছন্দে দেখাচ্ছে এবং এরপর সেটি রূপ নেয় অনেক অনেক গালাগাল ও অন্য সবকিছুতে…'
ক্যারিয়ারসেরা অবস্থানে সিরাজ, লম্বা লাফ প্রসিধের
৬ আগস্ট ২৫
রুটকে মানসিকভাবে নাড়িয়ে দেয়াই ভারতের পরিকল্পনার অংশ ছিল, 'এটাই ছিল পরিকল্পনা। তবে ভাবতে পারিনি, স্রেফ কয়েকটি শব্দ বলাতেই সে এত বেশি প্রতিক্রিয়া দেখাবে…ভাবিনি।'
রুট শেষ পর্যন্ত সিরাজের বলে আউট হন ২৯ রানে। সিরিজজুড়ে ভালো খেলা ইংল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটারকে বড় ইনিংস খেলতে না দেয়াকে ভারতের বোলিং ইউনিট দেখছে কৌশলগত সফলতা হিসেবে।