পাকিস্তান ক্রিকেট

পিএসএল আয়োজনে উপযুক্ত সময়ের খুঁজছে পিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 19:41 Tuesday, April 16, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

২০২৫ সালের ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে। প্রায় একই সময়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজন করে থাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই টুর্নামেন্টের দশম আসর নিয়ে শঙ্কা ছিলো আগে থেকেই। তবে হাল ছাড়তে নারাজ পিসিবি চ্যায়ারম্যান মহসিন নাকবি।

ক্রিকেটের উন্নতির জন্য প্রায় সকল দেশই এখন নজর দিচ্ছে ঘরোয়া লিগ আয়োজনে। একই পথে ২০১৬ সাল থেকে হাটা শুরু করেছে পাকিস্তান। নাকবির মতে এই টুর্নামেন্টটি পাকিস্তানের ব্র্যান্ড। তাই নিজেদের এই ঘরোয়া লিগকে বেশ গুরুত্ব সহকারেই দেখছে দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে আগামী বছর তাদের ব্যস্ততা।

২০২৫ বছরের শুরু থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা বাড়বে বাবর আজমের দলের। দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর অনুষ্ঠিত হবে পাকিস্তানে। এতো ব্যস্ততার মাঝেও পিএসএল আয়োজন করতে চান নাকবি। এটা চ্যালেঞ্জিং হলেও এর জন্য উপযুক্ত সময় খুঁজছেন নাকবি।

আন্তর্জাতিক ব্যস্ততার মাঝেও পিএসএলের আয়োজনে ব্যাপারে নাকবি বলেন, 'পিএসএল পাকিস্তানের ব্র্যান্ড তাই অবশ্যই (আন্তর্জাতিক ক্রিকেটের মত) এটাও যথাযথ গুরুত্ব পাবে। তাই আন্তর্জাতিক (ক্রিকেটের) প্রতিশ্রুতির পাশাপাশি পিএসএলের দশম আসর আয়োজন করা চ্যালেঞ্জিং হবে। তবে আমরা এর জন্য প্রস্তুত।'

আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে পাকিস্তানের। যেখানে প্রোটিয়াদের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলবে তারা। যেখানে রয়েছে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষেও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা বাবরদের।

অবশ্য আন্তর্জাতিক ব্যস্ততার বেড়াজালে শুধুমাত্র পিএসএল নয়, রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও এসএ টোয়েন্টি। কারণ দুটো টুর্নামেন্টিই সাধারণত অনুষ্ঠিত হয়ে থাকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে।