বিপিএল

দেশিদের নিয়ে খুশি, বিদেশিদের নিয়ে হতাশ সালাহউদ্দিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 00:59 Saturday, March 2, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

কুমিল্লা ভিক্টোরিয়ানসের পাঁচে পাঁচ হয়নি। পঞ্চমবার বিপিএলের ফাইনালে পা রেখে তামিম ইকবালের ফরচুন বরিশালের বিপক্ষে হেরে শিরোপা বঞ্চিত হতে হয়েছে লিটন দাসের দলকে। তবে এবারের টুর্নামেন্টে দেশি ক্রিকেটারদের পারফরম্যান্সে দারুণ খুশি দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

আসর জুড়েই ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন তাওহীদ হৃদয়। টুর্নামেন্টের দ্বিতীয় সেরা রান সংগ্রাহক তিনি। এ ছাড়া বল হাতে আলিস আল ইসলাম, তানভির হায়দাররা নিয়মিত উইকেট নিয়েছেন প্রায় প্রতি ম্যাচেই। সালাহউদ্দিন মনে করেন তাদের পারফরম্যান্সের কারণেই ফাইনালে জায়গা করে নিতে পেরেছে তার দল।

যদিও বিদেশি ক্রিকেটারদের পারফরম্যান্স মোটেই মন ভোলাতে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচের। বেশ কয়েকটি ম্যাচে ওপেনিংয়ের সুযোগ পেলেও ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন সুনীল নারিন। একটি ম্যাচে দারুণ ব্যাটিং করলেও বেশিরভাগ ম্যাচেই কার্যকরী ব্যাটিং করতে পারেননি আন্দ্রে রাসেলও। মিডল অর্ডারে ব্যাট করে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন মঈন আলীও। 

তাদের নিয়ে হতাশা প্রকাশ করে সালাহউদ্দিন বলেছেন, 'এ বছর আমি আরও বেশি খুশি স্থানীয় ছেলেদের জন্য। পুরো টুর্নামেন্টেই স্থানীয় ছেলেরা আমাকে অনেক সাহায্য করেছে। তাদের পারফরম্যান্সটা অনেক ভালো ছিল। তারা অন্যবারের তুলনায় এবার অনেক ভালো পারফরম্যান্স করেছে। এটা আমার জন্য অনেক ইতিবাচক। আমাদের বিদেশিরা সেভাবে হয়তো পারফরম্যান্স করতে পারেনি। যেভাবে আমরা আশা করেছিলাম সেভাবে হয়নি। কিন্তু এটা হতেই পারে।'

এবারের টুর্নামেন্টে নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে চান সালাহউদ্দিন। তিনি বলেন, 'এই টুর্নামেন্ট থেকে আমরা অনেক কিছু হয়তো শিখতেও পারব। সঠিক যায়গায় যদি সঠিক প্লেয়ারটাকে খেলাতে পারতাম তাহলে আমরা আরও ভালো করতে পারতাম। আমি আমার দেশি প্লেয়ারদের ওপর অনেক খুশি। তাদের পারফরম্যান্স, এগ্রেশন বলেন, তাদের জেতার জন্য যে মন মানসিকতা ছিল সেটা দারুণ ছিল। এখান থেকে এই ইতিবাচক জিনিসগুলো নেয়া যায়।'

বরিশালের বিপক্ষে হারের কারণ ব্যাখ্যা করে সালাহউদ্দিন বলেন, 'দুইটা পাওয়ার প্লেতেই আমরা ভালো খেলিনি। এ কারণে আমরা ম্যাচটা নিয়ন্ত্রণে রাখতে পারিনি। ফাইনাল ম্যাচে আপনাকে ম্যাচে নিয়ন্ত্রণ রাখতে হবে। বিপক্ষে দলকে যে চাপে রাখতে হবে সেটা আমরা করতে পারিনি। আমরা নিজেরাই পুরো ম্যাচে চাপে ছিলাম। সেখান থেকে আমরা বের হতে পারিনি। আমার মনে হয় দুইটা পাওয়ার প্লেতেই ভালো না করাতে আমরা ম্যাচ থেকে ছিটকে গিয়েছি।'