বিপিএল

‘ফটোসেশনে যে গিয়েছে সে এখন কোমড় নাড়াতে পারছে না’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 19:27 Thursday, February 29, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বিপিএল ফাইনালের আগে পুরান ঢাকার আহসান মঞ্জিলে ছিল ট্রফির সঙ্গে অধিনায়কদের ফটোসেশন। সেখানে লিটন দাসের বদলি হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিনিধি হিসেবে এসেছিলেন জাকের আলী অনিক। লিটনের না আসার ব্যাখ্যা দিতে গিয়ে মোহাম্মদ সালাহউদ্দিন জানিয়েছেন, প্রস্তুতির জন্য তাকে ছাড়েননি। শুধু তাই নয় কুমিল্লার প্রধান কোচ জানান, ফটোসেশনে গিয়ে কোমড় নাড়াতে পারছেন না জাকের।

রাজধানীর পাঁচ তারকা শেরাটন হোটেলে উঠেছে কুমিল্লা এবং বরিশাল। সেখান থেকে পুরান ঢাকার আহসান মঞ্জিল অনেকটা দূরে। তবে ঢাকার ঐহিত্যকে তুলে ধরতে নান্দনিক সেই স্থানে ফটোসেশনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেলা ১০ টায় ফটোসেশন থাকলেও এক ঘণ্টা দেরিতে এসেছেন তারা। অনুমেয়ভাবেই গাড়ীতে থাকার কথা ছিল লিটন ও তামিমের।

যদিও তাদের কাউকেই দেখা যায়নি। তামিমের বদলি হিসেবে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ আর লিটনের বদলি জাকের। বিসিবি দারুণ প্রচেষ্টা করলেও অধিনায়করা না যাওয়ায় অবিচার করা হলো কিনা এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়েছিল কুমিল্লার প্রধান কোচের কাছে।

এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘অবিচার কী আমি জানি না। কিন্তু আপনি...কালকে আমার ফাইনাল খেলা। এখন আমার অধিনায়ককে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যাবেন আড়াই ঘণ্টা জার্নি করে, আবার সে আড়াই ঘণ্টা-তিন ঘণ্টা জার্নি করে এখানে আসবে। তার তো ট্রফি দেখার চেয়ে ট্রফিটা নেওয়ার জন্য প্রস্তুতিটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক না?’

‘আমার মনে হয় যে একটা প্রোপার জায়গায় নিতো, কাছে নিতো, এটা হলে আমার মনে হয় যে দুই অধিনায়কই যেতো। এটা এমন একটা জায়গায় দিছে...সেখানে যে গেছে, সে এখন কোমড় নাড়াতে পারতেছে না। আমার মনে হয় একটা প্রোপার জায়গায় নিলে, কাছে নিলে দুই অধিনায়কই যেতো।’

বরিশালের হয়ে তামিম না আসায়ও ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। সন্ধ্যা নাগাদ আহসান মঞ্জিলে না যাওয়ার ব্যাখ্যা দিয়েছেন তামিম। বরিশালের অধিনায়ক জানিয়েছেন, দ্বিতীয় কোয়ালিফায়ার শেষে হোটেলে ফিরে উদযাপনসহ অন্যান্য ব্যস্ততার কারণে সকালে তার পক্ষে ওঠা সম্ভব ছিল না। বিসিবির আয়োজনের প্রশংসা করে যেতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।

তামিম নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘বিপিএল ফাইনালের আগে ট্রফি উন্মোচনের আয়োজনের জন্য আজকে চমৎকার একটি জায়গা বেছে নিয়েছিল বিসিবি। তবে আমি সেখানে যেতে পারিনি, এজন্য দুঃখপ্রকাশ করছি বিসিবি, বিপিএল গভর্নিং কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেটের সব অনুসারীর প্রতি। অধিনায়ক হিসেবে অবশ্যই আমার দায়িত্ব ছিল এরকম একটি আয়োজনে থাকা।’