পিএসএল

ডিআরএসের ভুলে পিসিবির কাছে ক্ষমা চাইলো 'হক আই'

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 14:36 Friday, February 23, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বৃহস্পতিবার ইসলামাবাদ ইউনাটেড ও কোয়েটা গ্লাডিয়েটর্সের ম্যাচে এলবিডব্লিউর জন্য নেয়া রিভিউতে অন্য কোনো ডেলিভারি দেখানো হয়েছিল। এমন অভিযোগ করেছিলেন ইউনাইটেডের অধিনায়ক শাদাব খান। সেই ভুল স্বীকার করে নিয়েছে হক আই। ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে লিখিত ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি।

রিভিউ পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা এটাই প্রথম নয়। চলমান ভারত-ইংল্যান্ড টেস্টেও এই অভিযোগ রয়েছে। যেখানে বিশাখাপত্তম ও রাজকোট টেস্টে জ্যাক ক্রলির আউট নিয়ে ডিআরএস পদ্ধতির নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। এবার পাকিস্তান প্রিমিয়ার লিগেও (পিএসএল) একই অভিযোগ তোলা হয়েছে।

ঘটনাটি ঘটে গতকাল ইসলামাবাদ ইউনাটেড ও কোয়েটা গ্লাডিয়েটর্সের ম্যাচে। যেখানে ইউনাইটেডের ছুঁড়ে দেয়া ১৩৯ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল কোয়েটা। ইনিংসের ১১তম ওভারে সালমান আঘার ডিলিভারিটি সুইপ খেলতে যান রাইলি রুশো। কিন্তু বলটি তার প্যাডে আঘাত করে। এ সময় উইকেটের আবেদন জানালে আম্পায়ার আলিম দার আউট দিয়ে দেন।

এরপর রিভিউ নেন কোয়েটার অধিনায়ক রুশো। যেখানে হক আইতে দেখানো হয়, বলটি বাঁহাতি ব্যাটারের অফ স্টাম্পের বাইরের লাইনে পড়ে এবং টার্ন পেয়ে স্টাম্পেরও বাইরে চলে গেছে। রিভিউতে সেটা দেখে বেশ অবাক হয়েছেন মাঠের আম্পায়ার ও ক্রিকেটাররা। ফলে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় আলিম দারকে। ম্যাচ শেষে নিজের ক্ষোভ ঝাড়েন শাদাব খান।

হক আইয়ের উপর প্রশ্ন তুলে ইউনাটেড অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়েছে প্রযুক্তি একটি ভুল করেছে। বল ট্র্যাকিং অন্য একটি বল দেখিয়েছে, এবং সেটা ছিল ম্যাচ পরিবর্তনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। এরকম বড় আসরে এমন বিষয়গুলো সঠিক সমাধান হওয়া দরকার।’

শাদাবের দাবী রিভিউতে দেখনো বলটি যতটা টার্ন পেয়েছে এতোটা টার্ন তিনি এই উইকেটে পাননি। তার মতে হক আইয়ের এমন ভুল হওয়া উচিত না। তিনি বলেন, ‘এমন ভুল হওয়া উচিত হয়নি। আমি এখানে চার ওভার বল করেছিলাম। আমার মনে হয়নি (এখানে) বল অতটা স্পিন করছিল। যেখানে তারা দেখিয়েছে সালমান আঘার বল অফ স্টাম্পের বাইরে লেগেছে এবং স্পিন করে বেরিয়ে যাচ্ছে।’

ঘটনার একদিন পর পিসিবির কাছে ক্ষমা চেয়েছে হক আই। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বোর্ডটি জানায়, ‘বল ট্র্যাকিং প্রকৃত ডেলিভারির পথকে প্রতিফলিত করেনি। যার কারণে আম্পায়ারের সিদ্ধান্ত অনুযায়ী বল উইকেটে আঘাত করার কথা ছিল। কিন্তু অপারেটরের ত্রুটির জন্য ভুল বল ট্র্যাকিং ডেটা প্রচার করা হয়েছিল। যার কারণে একটি ভুল সিদ্ধান্ত দেয়া হয়েছিল।’