বিপিএল

বঙ্গবন্ধু বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 23:17 Monday, November 25, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বুধবার প্রকাশ করা হয়েছে আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি। ৮ ডিসেম্বর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হবে বিপিএলের। ১১ই ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম ম্যাচ আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ই জানুয়ারি।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট- তিন ভেন্যুকে রেখে চূড়ান্ত হয়েছে বিপিএলের সূচি। এবারও ডাবল রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বিপিএল। কোয়ালিফাইয়ার ও এলিমিনেটর আগের ফরম্যাটেই অনুষ্ঠিত হবে।

ঢাকায় কোয়ালিফাইয়ার, এলিমিনেটর, ফাইনালসহ হবে মোট ২৮টি ম্যাচ। চট্টগ্রামে রাখা হয়েছে ১২টি ম্যাচ। সিলেটে ম্যাচ রাখা হয়েছে মাত্র ৬টি, যা অনুষ্ঠিত হবে মাত্র ৩ দিনে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। এরপর ১৪ ডিসেম্বর পর্যন্ত হবে প্রথম লেগ। চট্টগ্রাম পর্বের খেলা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। 

এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল। এবার হবে ২৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। এরপর সিলেটে খেলা হবে ৩ দিন। ২ থেকে ৪ জানুয়ারি সেখানে ম্যাচগুলো হবে। 

সিলেট থেকে আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ৭-১১ জানুয়ারি গ্রুপপর্বের ৪ দিন খেলা হবে। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফাইয়ার হবে ১৩ জানুয়ারি, দ্বিতীয় কোয়ালাইফাইয়ার ১৫ জানুয়ারি। 

টুর্নামেন্টের ফাইনাল হবে ১৭ জানুয়ারি। কোয়ালিফাইয়ার, এলিমিনেটর ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।  দ্বিতীয় কোয়ালিফাইয়ার ও ফাইনাল ছাড়া প্রতিদিনই হবে দুটি করে ম্যাচ। 

শুক্রবার বাদে প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১২.৩০-এ, শেষ হবে ৩.৫০-এ। দ্বিতীয় ম্যাচের সময় ৫.২০ থেকে ৮.৪০ পর্যন্ত। শুক্রবারের ম্যাচগুলি হবে যথাক্রমে দুপুর ২.০০ ও সন্ধ্যা ৭.০০ টায়।

একনজরে বঙ্গবন্ধু বিপিএলের সূচিঃ

তারিখ   ম্যাচ নম্বর                         ম্যাচ ভেন্যু
১১ ডিসেম্বর       ১  চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট থান্ডার ঢাকা
১১ ডিসেম্বর       ২ কুমিল্লা ওয়ারিয়র্স বনাম রংপুর রেঞ্জার্স ঢাকা
১২ ডিসেম্বর       ৩ ঢাকা প্লাটুন বনাম রাজশাহী রয়্যালস ঢাকা
১২ ডিসেম্বর       ৪ খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ঢাকা
১৩ ডিসেম্বর       ৫ সিলেট থান্ডার বনাম রাজশাহী রয়্যালস ঢাকা
১৩ ডিসেম্বর       ৬ ঢাকা প্লাটুন বনাম কুমিল্লা ওয়ারিয়র্স ঢাকা
১৪ ডিসেম্বর       ৭ রংপুর রেঞ্জার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ঢাকা
১৪ ডিসেম্বর       ৮ ঢাকা প্লাটুন বনাম সিলেট থান্ডার ঢাকা
১৭ ডিসেম্বর       ৯ খুলনা টাইগার্স বনাম রাজশাহী রয়্যালস চট্টগ্রাম
১৭ ডিসেম্বর       ১০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট থান্ডার চট্টগ্রাম
১৮ ডিসেম্বর       ১১ কুমিল্লা ওয়ারিয়র্স বনাম রংপুর রেঞ্জার্স চট্টগ্রাম
১৮ ডিসেম্বর       ১২ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ঢাকা প্লাটুন চট্টগ্রাম
২০ ডিসেম্বর       ১৩ খুলনা টাইগার্স বনাম রংপুর রেঞ্জার্স চট্টগ্রাম
২০ ডিসেম্বর       ১৪ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ওয়ারিয়র্স চট্টগ্রাম
২১ ডিসেম্বর       ১৫ খুলনা টাইগার্স বনাম সিলেট থান্ডার চট্টগ্রাম
২১ ডিসেম্বর       ১৬ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রেঞ্জার্স চট্টগ্রাম
২৩ ডিসেম্বর       ১৭ ঢাকা প্লাটুন বনাম কুমিল্লা ওয়ারিয়র্স চট্টগ্রাম
২৩ ডিসেম্বর       ১৮ খুলনা টাইগার্স বনাম রাজশাহী রয়্যালস চট্টগ্রাম
২৪ ডিসেম্বর       ১৯ ঢাকা প্লাটুন বনাম সিলেট থান্ডার চট্টগ্রাম
২৪ ডিসেম্বর       ২০ কুমিল্লা ওয়ারিয়র্স বনাম রাজশাহী রয়্যালস চট্টগ্রাম
২৭ ডিসেম্বর       ২১ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ঢাকা প্লাটুন ঢাকা
২৭ ডিসেম্বর       ২২ খুলনা টাইগার্স বনাম রংপুর রেঞ্জার্স ঢাকা
২৮ ডিসেম্বর       ২৩ কুমিল্লা ওয়ারিয়র্স বনাম রাজশাহী রয়্যালস ঢাকা
২৮ ডিসেম্বর       ২৪ খুলনা টাইগার্স বনাম সিলেট থান্ডার ঢাকা
৩০ ডিসেম্বর       ২৫ সিলেট থান্ডার বনাম রংপুর রেঞ্জার্স ঢাকা
৩০ ডিসেম্বর       ২৬ ঢাকা প্লাটুন বনাম রাজশাহী রয়্যালস ঢাকা
৩১ ডিসেম্বর       ২৭ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ওয়ারিয়র্স ঢাকা
৩১ ডিসেম্বর       ২৮ রংপুর রেঞ্জার্স বনাম রাজশাহী রয়্যালস ঢাকা
২ জানুয়ারি       ২৯ রংপুর রেঞ্জার্স বনাম রাজশাহী রয়্যালস সিলেট
২ জানুয়ারি       ৩০ সিলেট থান্ডার বনাম কুমিল্লা ওয়ারিয়র্স সিলেট
৩ জানুয়ারি       ৩১ ঢাকা প্লাটুন বনাম খুলনা টাইগার্স সিলেট
৩ জানুয়ারি       ৩২ সিলেট থান্ডার বনাম রংপুর রেঞ্জার্স সিলেট
৪ জানুয়ারি       ৩৩ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স সিলেট
৪ জানুয়ারি       ৩৪ সিলেট থান্ডার বনাম রাজশাহী রয়্যালস সিলেট
৭ জানুয়ারি       ৩৫ সিলেট থান্ডার বনাম কুমিল্লা ওয়ারিয়র্স ঢাকা
৭ জানুয়ারি       ৩৬ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রাজশাহী রয়্যালস ঢাকা
৮ জানুয়ারি       ৩৭ খুলনা টাইগার্স বনাম কুমিল্লা ওয়ারিয়র্স ঢাকা
৮ জানুয়ারি       ৩৮ ঢাকা প্লাটুন বনাম রংপুর রেঞ্জার্স ঢাকা
১০ জানুয়ারি       ৩৯ ঢাকা প্লাটুন বনাম রংপুর রেঞ্জার্স ঢাকা
১০ জানুয়ারি       ৪০ খুলনা টাইগার্স বনাম কুমিল্লা ওয়ারিয়র্স ঢাকা
১১ জানুয়ারি       ৪১ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রাজশাহী রয়্যালস ঢাকা
১১ জানুয়ারি       ৪২ খুলনা টাইগার্স বনাম ঢাকা প্লাটুন ঢাকা
১৩ জানুয়ারি       ৪৩ এলিমিনেটর (৩য় স্থান বনাম ৪র্থ স্থান) ঢাকা
১৩ জানুয়ারি       ৪৪ ১ম কোয়ালিফায়ার (১ম দল বনাম দ্বিতীয় দল) ঢাকা
১৫ জানুয়ারি       ৪৫ ২য় কোয়ালিফায়ার (৪৩তম ম্যাচের জয়ী বনাম ৪৪তম ম্যাচের বিজিত দল) ঢাকা
১৭ জানুয়ারি       ৪৬ ফাইনাল (৪৪তম ম্যাচের জয়ী দল বনাম ৪৫তম ম্যাচের জয়ী) ঢাকা