'এ' দলের সিরিজ

টি-টুয়েন্টিতে কঠিন পরীক্ষা সৌম্যদের

ইনতেছার

ইনতেছার
Publish Date: 19:11 Tuesday, August 7, 2018

বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে ওয়ানডেতে শক্ত দলই ঘোষণা করেছিল আয়ারল্যান্ড উলভস। এবার টি-টুয়েন্টিতে তার চাইতেও শক্তিশালী দল ঘোষণা করেছে তারা। 

ওয়ানডে সিরিজের মতো টি-টুয়েন্টি সিরিজেও ১৩ সদস্যের দলের অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। এছাড়া উইলিয়াম পোর্টারফিল্ড, জর্জ ডকরেল, স্টুয়ার্ট থম্পসন, কেভিন ও’ব্রায়েনের মতো পরীক্ষিত ক্রিকেটারদের বিপক্ষে লড়বেন সৌম্য-মমিনুলরা।

জানিয়ে রাখা ভালো, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে আয়ারল্যান্ড সফরে আছে বাংলাদেশ ‘এ’ দল। এখন পর্যন্ত খেলা তিনটি ওয়ানডে ম্যাচ শেষে ১-১ এ সমতায় আছে দুই দল। ওয়ানডে সিরিজের পরেই অনুষ্ঠিত হচ্ছে টি-টুয়েন্টি সিরিজ।

আয়ারল্যান্ড উলভস স্কোয়াডঃ অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), কেভিন ও’ব্রায়েন, উইলিয়াম পোর্টারফিল্ড, পিটার চেজ, ব্যারি ম্যাককার্থি, ডেভিড ডেলানি, জর্জ ডকরেল, টাইরন কেন,অ্যান্ড্রু ম্যাকব্রাইন, জেমস শ্যানন,  স্টুয়ার্ট থম্পসন, সিমি সিং, ও লরকান টাকার।

টি-টুয়েন্টি সিরিজের সূচিঃ

১৩ আগস্ট  ২০১৮- প্রথম টি-টোয়েন্টি ম্যাচ
১৫ আগস্ট ২০১৮- দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ
১৭ আগস্ট ২০১৮- তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ

(সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়)