অস্ট্রেলিয়ায় বর্ণবাদের শিকার মইন আলি

অ্যাশেজ ২০১৭-১৮
অস্ট্রেলিয়ায় বর্ণবাদের শিকার মইন আলি
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

ক্রিকেটারদের কান ঝালাপালা করায় অস্ট্রেলিয়ান দর্শকদের জুড়ি নেই। আর অ্যাশেজ সিরিজ হলে তো কথাই নি। ইংলিশ ক্রিকেটারদের ১১ অস্ট্রেলিয়ান ক্রিকেটার থেকে শুরু করে গ্যালারির হাজার হাজার দর্শকদের কটু কথা শুনতে হয়।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়া কোন ধরনের বর্ণবাদ মূলক আচরনের সম্পূর্ণ বিরোধী। কোন দর্শককে ক্রিকেটারদের প্রতি বর্ণবাদ মূলক মন্তব্য করলে তাকে যথাযথ শাস্তি দেয়ার উদাহরন আছে।

কিন্তু অবস্থার উন্নতি হয়নি। অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডের গ্যালারিতে থাকা এক দর্শক নাকি ইংলিশ অলরাউন্ডান মইন আলিকে কাবাব ব্যবসায়ী বলে ডেকেছিলেন। পার্থে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন মইন। 


কিন্তু মইন আলি বিষয়টি ম্যাচ রেফারিকে তৎক্ষণাৎ জানান নি। যার কারনে যথাযথ ব্যবস্থা নেয়া কঠিন হয়ে পড়েছে। গত গ্রীষ্মেও বাউন্ডারি লাইনে অস্ট্রেলিয়ান দর্শকদের কটূক্তি সহ্য করতে হয়েছে দক্ষিণ আফ্রিকার  তারকা ব্যাটসম্যান হাশিম আমলাকে।

তবে হাশিম ম্যাচ রেফারির কাছে অভিযোগ করার সিসিটিভি ক্যামেরার সাহায্যে দোষী ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছিল। পুলিশ দোষী ব্যক্তিতে বর্ণবাদ মূলক আচরনের জন্য শাস্তি দিয়েছিল। 

আরো পড়ুন: this topic