বিসিবিকে পাইবাস সংক্রান্ত 'সতর্কবার্তা' আশরাফুলের

সংবাদ
বিসিবিকে পাইবাস সংক্রান্ত 'সতর্কবার্তা' আশরাফুলের
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন রিচার্ড পাইবাস। দারুণ হিসেব নিকেশ করে দল চালাতে পছন্দ করেন তিনি। 

নিজের ক্রিকেটারদের দুর্বলতার জায়গা গুলো যেমন নোট করে রেখে আলাদা কাজ করেন, ঠিক একইভাবে প্রতিপক্ষের সেরা ক্রিকেটার নিয়ে পরিকল্পনা করার ক্ষেত্রেও এর আগে মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি।

আগের মেয়াদে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বনিবনা ছিল না তার। ২০১২ সালে লম্বা সময়ের জন্য আসলেও শেষমেশ চার মাস থেকেই বিদায় নিয়েছিলেন তিনি।

এছাড়াও পাকিস্তানে যাতায়াত করেছেন তিনবার। অল্পতেই মেজাজ হারিয়ে সিধান্ত নেওয়ার কিছুটা বাতিক আছে তার। আর তাই তাকে কোচ বানানোর আগে কিছু বিষয় খতিয়ে দেখা উচিত বিসিবির-- এমনটা মনে করেন দেশের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল।

"উনি (পাইবাস) কোনো জায়গায় স্থির না। পাকিস্তানে তিনি তিনবার যাতায়াত করেছেন। আমরা ভেবেছিলাম উনাকে লম্বা সময় পাবো। কিন্তু চার মাস পরেই তিনি কোচিং ছেড়ে চলে যান। কাউকে কোচ বানাতে হলে এসব ব্যাপারেও খেয়াল রাখা উচিত আমাদের", বলছিলেন আশরাফুল। 

তবে ঠিকমতো থাকতে পারলে তার হাত ধরেই অনেক পথ অতিক্রম করবে বাংলাদেশ-- এমনটা মনে করছেন আশরাফুল। ২০১২ সালের স্মৃতি রোমন্থন করতে করতে যমুনা টিভিকে আশারাফুল জানিয়েছেন,

"আমরা টি-টুয়েন্টিতে বিশ্বকাপ পেতে পারি, এমন স্বপ্ন তিনি আমাদের দেখিয়েছিলেন মাত্র চার মাসেই। ঐ সময়ে সেটা আমাদের জন্য অনেক কঠিন ছিল। তারপরেও তার বিশ্বাস ছিল যে অন্তত টি-টুয়েন্টিতে আমরা ভালো করতে পারি। এই স্বপ্ন তিনি দেখাতেন।"

সুত্র- যমুনা টিভি

আরো পড়ুন: this topic