সিলেট সিক্সার্সের হয়ে এখন পর্যন্ত তিন ম্যাচে খেলেছেন পাকিস্তানী ব্যাটসম্যান বাবর আজম। তিন ম্যাচের দুটিতেই (২, ৪১, ৫৪) ভালো রান করেছেন এই তরুণ।
উপভোগ করছেন নাসির হোসেনের অধিনায়কত্বে খেলাটাও। একইসাথে সাব্বির রহমানের খেলাও উপভোগ করছেন তিনি। সম্প্রতি প্রিয় ডট কমকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে জানিয়েছেন,
"স্থানীয়দের মধ্যে নাসির হোসেন ও সাব্বির রহমান বাংলাদেশ জাতীয় দলে খেলে। তাদের সঙ্গে থাকতে পারা দারুণ। তারা দুজনই খুব ভাল পারফর্মার। বিশেষ করে সাব্বির খুবই ভাল পারফর্ম করছে।
নাসির ভাই অধিনায়ক হিসেবে খুবই ঠান্ডা মেজাজের। খেলোয়াড়সূলভ মানসিকতার কারণে তাকে বেশ ভাল লেগেছে আমার। তার অধিনায়কত্বে খেলতে পারাটা উপভোগ্য। খুব উপভোগ করছি।"
একইসাথে বাকী ক্রিকেটারদেরও প্রশংসা করেন বাবর আজম। বিশেষ করে সিলেট সিক্সার্সের স্থানীয় ক্রিকেটারদের বন্ধুত্বপূর্ণ আচরণ মুগ্ধ করেছে তাকে। এই প্রসঙ্গে জানান,
"এবার সিলেট সিক্সার্সের হয়ে খেলছি। দলের সবাই খুব বন্ধুত্বপূর্ণ। স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারাটা দারুণ একটা ব্যাপার। সব মিলিয়ে বিপিএল দারুণ যাচ্ছে এবং বাংলাদেশে খুব ভাল আছি।"

ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে রশিদ-আজমতউল্লাহ
মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ২০২৫ আসরে অংশ নিচ্ছেন না আফগানিস্তানের দুই ক্রিকেটার রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই। ব্যক্তিগত কারণ দেখিয়ে দুজনই সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছেন।