স্বদেশী 'টেস্ট বিশেষজ্ঞ'কেই নিজের আইডল মানেন জাকির

সংবাদ
স্বদেশী 'টেস্ট বিশেষজ্ঞ'কেই নিজের আইডল মানেন জাকির
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

রাজশাহী কিংসের হয়ে এবারের বিপিএল অভিষেক ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন সদ্য ঊনিশ পার করা উইকেট কিপার ব্যাটসম্যান জাকির হাসান। চোখ ধাঁধানো সব শটে অপরাজিত ৫১ রান করেছিলেন তিনি।

শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তরুণ  জানিয়েছেন নিজের আইডলের কথা। সাবেক অজি ক্রিকেটার মাইক হাসিকে একসময় আদর্শ মানতেন তিনি। তবে এখন দেশের ক্রিকেটের টেস্ট বিশেষজ্ঞ মমিনুল হককে আদর্শ মানেন তিনি।

শুক্রবার (পহেলা ডিসেম্বর) সাংবাদিকদের জানিয়েছেন, "সব সময় আমি সৌরভ ভাইকে (মুমিনুল হক) অনুসরণ করি। আগে মাইক হাসিকে ফলো করতাম। এই মুহূর্তে আমার কিছু কিছু সমস্যা রয়েছে সেগুলো ঠিক করার চেষ্টা করছি।"

নিজের সমস্যা সমাধানেরও চেষ্টায় ব্যস্ত জাকির। জানালেন, ইনিংস বড় করার চেষ্টায় আছেন তিনি। এজন্য বিদেশি ক্রিকেটারদের পরামর্শও পাচ্ছেন জাকির। সাংবাদিকদের জানিয়েছেন,

"আমার শুরুটা ভালো হচ্ছে কিন্তু ফিনিশিং ভালো হচ্ছে না। আমাদের এখনও দুটি ম্যাচ রয়েছে, আবারও যদি ভালো শুরু করতে পারি তাহলে ইনিংসটা বড় করার চেষ্টা করবো।

তারা (বিদেশি) সব সময়ই উৎসাহ দিচ্ছেন। বলছেন, তুমি ভালো খেলছো, তোমার শটস ভালো আছে, ইনিংস বড় করার জন্য আরও ওয়ার্কআউট করো তাহলেই সফল হবে।"

উল্লেখ্য, মিরাজ, শান্ত ও সাইফুদ্দিনদের সাথেই ২০১৬ যুব বিশ্বকাপে বাংলাদেশকে সেমিফাইনালে পৌঁছে দেয়ার পেছনে বড় অবদান রেখেছিলেন জাকির। বিশ্বকাপের সেমিফাইনালের ওঠার মিশনে মিরাজের সাথেই শতরানের জুটি গড়ে দলকে শেষ চারে পৌঁছে দেন তিনি।

বয়সভিত্তিক ক্রিকেটের গণ্ডি পার করে লিস্ট এ ক্রিকেট ও প্রথম শ্রেণীর ক্রিকেটেও সঠিক পথ ধরে এগোচ্ছে এই তরুন উইকেট কিপার ব্যাটসম্যান। প্রথম শ্রেণীর ক্রিকেটে ইতিমধ্যে তিনটি সেঞ্চুরির মালিক বনে গেছেন জাকির।

ফিফটি আছেন পাঁচটি। লিস্ট এ ক্রিকেটেও রেকর্ড ভালো। প্রাইম ব্যাংকের হয়ে ঢাকা প্রিমিয়ার লীগে খেলেছেন গত মৌসুমে। সেঞ্চুরির দেখা না পেলেও সাতটির মালিক জাকির হাসান।


আরো পড়ুন: this topic