ইনজুরিতে ছন্দ হারিয়েছেন মুস্তাফিজুর রহমান-- ক্রিকেট পাড়ায় যখন এমনই গুঞ্জন, ঠিক তখনই বল হাতে রাজশাহী কিংসের এই পেসার ঝলক দেখালেন। চট্টগ্রাম পর্বের শুরুতে খারাপ ছিল তার পারফর্মেন্স। তারপরেও শেষ ম্যাচ দিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন মুস্তাফিজ।
হোম টিম চিটাগং ভাইকিংসের বিপক্ষে চার ওভার করে মাত্র ১৮ রান দিয়ে ২টি উইকেট তুলে নিয়ে দলের জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন তিনি। অবশ্য শুরুর দুই ম্যাচের পারফর্মেন্স পুরোই আলাদা।
গোঁড়ালির ইনজুরি সেরে মাঠে নামার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৩.১ ওভার বল করে ৩২ রান দিয়ে পেয়েছিলেন ২ উইকেট। তারপরের ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে চার ওভার বল করে ৪৮ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন!
যদিও শেষ ম্যাচে ভালো করেছেন- তবে সেটাও যেন মন ভরাচ্ছে না মুস্তাফিজের। নিজেদের চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার রাতেই গত বুধবার বিমানে করে মমিনুল হক সহ ফিরেছেন ঢাকায়। যদিও রাজশাহী কিংসের বাকী ক্রিকেটাররা ঢাকায় ফিরেছে বৃহস্পতিবার (৩০ নভেম্বর)।
ঢাকায় ফেরার পরদিনই মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমির জিমনেশিয়ামে গিয়েছেন তিনি। টানা দুই ঘণ্টা অনুশীলন করলেন সেখানে। ফিটনেস ঠিক রাখতে সাইক্লিং, রানিং, পায়ের ব্যায়াম, ওয়েটলিফিন্টিং, পেটের ব্যায়ামসহ সবকিছুই করলেন।
তবে চট্টগ্রামের পারফর্মেন্সে হতাশ হননি তিনি এমনটাই জানিয়েছেন সাংবাদিকদের। ভারোত্তোলনের সময় বলেছেন, "চট্টগ্রামে যা করেছি তাতে আমার কষ্ট নেই। কষ্ট পেয়েই বা কী লাভ বলেন? তাতে করে আমি আরও পিছিয়ে যাব। পারফরম্যান্স নিয়ে কষ্ট পাওয়ার কিছু নেই।"
তবে কথাগুলো মুস্তাফিজ বলছিলেন ঠিকই, তারপরেও তার মধ্যে দেখা গেলো এক অদম্য স্পৃহা। যে স্পৃহা টুকু দেশসেরা বোলারে পরিণত করেছিলো তাকে, ঠিক অমনই এক স্পৃহা।

ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে রশিদ-আজমতউল্লাহ
মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ২০২৫ আসরে অংশ নিচ্ছেন না আফগানিস্তানের দুই ক্রিকেটার রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই। ব্যক্তিগত কারণ দেখিয়ে দুজনই সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছেন।