ব্রুকের সেঞ্চুরির পর পেসারদের দাপটে এগিয়ে ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

ওয়েলিংটনে ইংল্যান্ডের চার পেসারের আক্রমণে স্বস্তিতে নেই নিউজিল্যান্ড। ৮৬ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ব্রাইডন কার্স দুটি এবং ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন ও বেন স্টোকস নিয়েছেন একটি করে উইকেট।
ইংল্যান্ডের টেস্ট দলে চমক কুক-কক্স, ফিরলেন টাংও
২ মে ২৫
ডেভন কনওয়েকে ১১ রানে বিদায় করে ইংল্যান্ডের হয়ে উইকেটের খাতা খোলেন অ্যাটকিনসন। দলীয় ৫৩ রানে ১৭ রান করা টম লাথামকে বোল্ড করেন স্টোকস। এর একটু পর তিন রান করা রাচিন রবীন্দ্রকে ফেরান ওকস।
পরপর দুই ওভারে কার্স ফেরান কেন উইলিয়ামস এবং ড্যারিল মিচেলকে। উইলিয়ামসন ব্যাটে আসে ৩৭, মিচেল করেন ছয় রান। দুজনই উইকেটরক্ষক অলি পোপকে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন।

এর আগে ব্রুকের টানা দ্বিতীয় সেঞ্চুরিতেও ইনিংস বড় করতে পারেনি ইংল্যান্ড। ম্যাচটিতে নিজস্ব ঘরানার বাজবল খেলে ওভারপ্রতি পাঁচের ওপর রান তারা ঠিকই তুলেছে। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪৩ রানে চার উইকেট হারায় দলটি।
বাংলাদেশের হয়ে বড় কিছু অর্জন করতে চাই, এটাই বড় লক্ষ্য: সোহান
৫৮ মিনিট আগে
দুই ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেটকে যথাক্রমে ১৭ ও শূন্য রানে ফেরান হেনরি। এরপর জ্যাকব বেথেলকে ১৬ এবং জো রুটকে তিন রানে ফেরান স্মিথ। তারপর পোপের সঙ্গে ১৭৪ রানের বড় জুটি গড়েন ব্রুক।
উইলিয়াম ও'রুর্কি'র বলে ফেরার আগে ৭৮ বলে ৬৬ রান করেন পোপ। দলীয় ২১৭ রানে এই জুটি ভাঙার পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইংলিশ লোয়ার অর্ডারও। ২১ রানে দলটি হারায় শেষ চারটি উইকেট।
স্মিথের থ্রো'তে রানআউট হওয়ার আগে ১১টি চার ও পাঁচটি ছক্কায় ১১৫ বলে ১২৩ রান করেন ব্রুক। কিউই পেসার স্মিথ চারটি, ও'রুর্কি তিনটি এবং হেনরি দুটি উইকেট নেন।