অভিষেকেই মারুফের আগুনে বোলিং, নিলেন ৬ উইকেট

সংবাদ
অভিষেকেই মারুফের আগুনে বোলিং, নিলেন ৬ উইকেট
সংগৃহীত
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই আগুনে বোলিং করেছেন মারুফ মৃধা। তার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৭৭ রানে গুটিয়ে গেছে রাজশাহী বিভাগ। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩৮ রান করে দিনের খেলা শেষ করেছে ঢাকা মেট্রো।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে মারুফ ও আনিসুল ইসলামের বোলিং তোপের মুখে পড়ে রাজশাহী। তারা দলীয় ৩৬ রানের মধ্যেই হারিয়ে ফেলে উপরের সারির পাঁচ ব্যাটারকে। ওপেনার তানজিদ হাসান তামিমকে ফিরিয়ে শুরুর ধাক্কাটা দিয়েছিলেন মারুফই।

এরপর মিজানুর রহমানকে রানের খাতাই খুলতে দেননি আবু হায়দার রনি। এরপরই শুরু হয় মারুফ ও আনিসুলের বোলিং তান্ডব। একপ্রান্ত থেকে সাব্বির হোসেন, ফরহাদ হোসেন ও সানজামুল ইসলামকে ড্রেসিং রুমে ফেরত পাঠান আনিসুল।

আর প্রিতম কুমার, শাখির হোসেন শুভ্র, মেহেরব হাসান ও শফিকুল ইসলামকে ফিরিয়ে পাঁচ উইকেট তুলে নেন মারুফ। রাজশাহীর হয়ে শেষ দিকে ব্যাট হাতে একাই কিছুটা লড়াই করেছেন মোহর শেখ। এই ব্যাটারই সর্বোচ্চ ১৯ রান করে। 

তাকে ফিরিয়ে রাজশাহীর ইনিংস গুঁড়িয়ে দেন মারুফ। আর নিজের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ইনিংস শেষ করেন ২২ রানে ৬ উইকেট নিয়ে। আনিসুল নিয়েছেন ৩টি উইকেট। বাকি একটি উইকেট যায় রনির দখলে।

জবাবে ব্যাট করতে নেমে স্বস্তির শুরু পায়নি ঢাকা মেট্রোও। তারা ৬৭ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। এরপর শামসুর রহমান শুভ ও আমিনুল ইসলাম বিপ্লব যোগ করেন ৫০ রান। এই জুটি ভেঙেছেন সানজামুল। বিপ্লব আউট হয়েছেন ৩৩ বলে ৩২ রান করে।

আর শামসুর অপরাজিত আছেন ১০১ বলে ৩৭ রানের ইনিংস খেলে। ১২ রান নিয়ে তার সঙ্গে ব্যাট করছেন তাহজিবুল ইসলাম। রাজশাহীর হয়ে ২টি উইকেট নেন সাব্বির হোসেন। আর একটি করে উইকেট পেয়েছেন শফিকুল, মোহর ও সানজামুল।

আরো পড়ুন: this topic