আইপিএল, বিপিএলের আদলে কানাডিয়ান প্রিমিয়ার লীগ?

কানাডায় ক্রিকেট
আইপিএল, বিপিএলের আদলে কানাডিয়ান প্রিমিয়ার লীগ?
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের টি-টুয়েন্টির মাধ্যমে ক্রিকেট ছড়িয়ে যাচ্ছে বিশ্বের প্রতিটি দেশে। কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রও পিছিয়ে নেই। আইপিএল, বিপিএলের মত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হাওয়া লেগেছে পশ্চিমা বিশ্বেও।

বিশেষ করে উপমহাদেশ তথা ভারতীয় দর্শকদের আধিক্য থাকায় আইপিএলের মত টুর্নামেন্টের কদর ঊর্ধ্বমুখী। ক্যারিবিয়ান অঞ্চল থেকে আসা দর্শকরাও পশ্চিমা বিশ্বের ক্রিকেটের পালে হাওয়া দিচ্ছে।

যার কারনে দিন দিন ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আইপিএলের মত ফ্র্যাঞ্চাইজি লীগ আয়োজন করার পরিকল্পনা করছে কানাডার স্থানীয় উদ্যোক্তারা।

আইপিএলের মতই কানাডিয়ান প্রিমিয়ার লীগ আয়োজন করার স্বপ্ন দেখছেন কানাডার ব্যবসায়ী রয় সিং। 'আমি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সাফল্য দেখেছি। কানাডা ও যুক্তরাষ্ট্রেও আমরা একই রকম টুর্নামেন্ট আয়োজন করতে পারি।,' বলেছেন রয় সিং।

ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টাও করেছেন এই ভারতীয় ব্যবসায়ী।  অবকাঠামোগত সমস্যার কারনে টুর্নামেন্ট আয়োজনে বেশি দূর যেতে পারেননি তিনি। 

তবে নায়াগ্রা ফলের পাশেই ক্রিকেটের জন্য ইনডোর স্টেডিয়াম তৈরির কাজ হাতে নিয়েছেন রয় সিং। 'আমরা ১৫৩ একর জমিতে ইনডোর স্টেডিয়াম তৈরি করছি। নায়াগ্রা ফল থেকে মাত্র আট মিনিটের দূরত্বে বড় বাজেটের ভেন্যু তৈরি হবে। আমরা দশ দলকে দুই বিভাগে একে অপরের সাথে বিপক্ষে খেলার সুযোগ করে দিব।'

তিনি আরও বলেন, 'ক্রিকেটের ভক্ত হিসেবে আমি টি-টুয়েন্টিতে ব্যাপক ব্যবসায়িক সম্ভাবনা দেখছি। কিন্তু এখানে অনেক খরচের ব্যাপার আছে। আমাদের ভক্তদের মাঠে টানতে হবে, টিভিকে খেলা প্রচার করতে হবে। সম্প্রচারকরা ২৭ মিলিয়ন দর্শক বিশ্বের এই প্রান্তেই পেতে যাচ্ছে। আর ভারত, ক্যারিবিয়ানে আমরা সম্প্রচার সত্ত্ব বিক্রি করব।'

ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন ক্যারিবিয়ান লিজেন্ডের সাথে চেনাজানা এই ভারতীয় ব্যবসায়ীর।  কানাডিয়ান প্রিমিয়ার লীগকে জনপ্রিয়তা এনে দিতে ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েড, রিচি রিচার্ডসন, দীনেশ রামদিন, ডোয়াইন ব্রাভোদের মত ক্রিকেটারদের কানাডিয়ান প্রিমিয়ার লীগের সাথে সম্পৃক্ত করতে চান স্বপ্নবাজ রয় সিং।

সূত্রঃ মুম্বাই মিরর

আরো পড়ুন: this topic