তাইজুলে ফিরলেন ধনঞ্জয়া

বাংলা-লঙ্কা সিরিজ
তাইজুলে ফিরলেন ধনঞ্জয়া
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

শ্রীলংকা ১ম ইনিংসঃ ২২২ (৬৫.৩ ওভার) ( কুশল মেন্ডিস ৬৪, রোশেন সিলভা ৫৬) আব্দুর রাজ্জাক ৪/৬৩, তাইজুল ইসলাম ৪/৮৩, মুস্তাফিজুর রহমান ২/১৭

বাংলাদেশ ১ম ইনিংসঃ ১১০ (৪৫.৪ ওভার) ( মিরাজ ৩৮*) লাকমাল ৩/২৫, দিলরুয়ান পেরেরা  ২/২৫, আকিলা ধনঞ্জয়া ৩/২০

শ্রীলংকা ২য় ইনিংসঃ ৫৩/২ (১৭ ওভার) (ধনঞ্জয়া ডি সিলভা ১৩*, করুনারত্নে ১৩*) আব্দুর রাজ্জাক ১/ ২৯, তাইজুল ১/১৮

লিডঃ ১৬৫

টস ভাগ্যঃ

চট্টগ্রাম টেস্টে টস ভাগ্য দীনেশ চান্দিমালের পক্ষে না গেলেও ঢাকা টেস্টে তা পক্ষেই গেছে লঙ্কান অধিনায়কের।  আর টসে জিতে ঢাকার উইকেটের কথা বিবেচনা করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে দেরি করেননি এই লঙ্কান। কারণ মিরপুরের উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিং করার কাজটা সহজ নয়।

শ্রীলংকার লড়াকু পুঁজিঃ

পুরো ইনিংস জুড়ে চাপে থাকা সত্ত্বেও কুশল মেন্ডিস এবং রোশেনন সলভার হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২২২ রানের পুঁজি পায় সফরকারীরা। বাংলাদেশের পক্ষে আব্দুর রাজ্জাক রাজ এবং তাইজুল ইসলাম উইকেট থেকে বাড়তি সুবিধা নিয়ে শিকার করেন ৪ উইকেট।

প্রথম দিন শ্রীলংকারঃ

স্কোরবোর্ডে ২২২ রানের পুঁজি যোগ করার পর বল করতে নেমে জ্বলে উঠেন লঙ্কান বোলাররা। স্কোরবোর্ডে ১২ রান যোগ করতেই ৩ টাইগার ব্যাটসম্যানের উইকেট তুলে নেয় লঙ্কানরা। ৩ উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে টেনে তুলার জন্য আপ্রান চেস্টা করেন লিটন দাস এবং ইমরুল কায়েস। কিন্তু দিনের শেষ বেলায় এসে দিলরুয়ান পেরেরার কাছে উইকেট দিয়ে বসেন ইমরুল। ১৯ রান করে লেগ বিফরের ফাঁদে পড়ে বিদায় নেন এই বাঁহাতি ওপেনার। ইমরুলের বিদায়ে মিরাজকে সঙ্গে নিয়ে আর কোন উইকেট না হারিয়ে দিন শেষ করেন লিটন। দিন শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেট হারিয়ে ৫৬ রান। সফরকারীদের চেয়ে এখনও ১৬৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

ব্যর্থ লিটনঃ

আগের দিন প্রতিরোধ গড়েও দ্বিতীয় দিন সেটাকে ধরে রাখতে পারেননি লিটন। দিনের প্রথম ঘন্টায়ই সুরাঙ্গা লাকমালের বলে ২৫ রান করে বোল্ড আউট হয়ে বিদায় নেন তিনি। এরপর মিরাজ এবং রিয়াদ মিলে দলের পক্ষে হাল ধরার চেস্টা করছেন। 

সাব্বির-মাহমুদুল্লাহ'র উইকেটে থিতু হতে না পারাঃ

অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ভালো শুরু পেয়েও ফিরে গিয়েছেন সাজঘরে। আকিলা ধনঞ্জার বলে পরাস্ত হয়ে বোল্ড হয়ে বিদায় নেন তিনি। খানিক পর সাব্বির রহমানকেও ০ রানে বিদায় করেন এই স্পিনার। এরপরের ওভারে বোলিংয়ে এসে রাজ্জাকেও বিদায় করেন তিনি।

৩ রানে ৫ উইকেটঃ

টাইগাররা শেষ ৫ উইকেট হারিয়েছে মাত্র ৩ রানে। এক মাত্র ব্যাটসম্যান হিসেবে উইকেটে থিতু হয়ে খেলেছেন তরুন মেহেদী হাসান মিরাজ। অপরাজিত ছিলেন ৩৮ রান করে। আকিলা ধনঞ্জয়ার স্পিনের সামনে দাঁড়াতেই পারেননি আর কোন ব্যাটসম্যান। ধনঞ্জয়া এবং দিলরুয়ান পেরেরার ভেলকিতে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় টাইগার শিবির। ১১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে লঙ্কানরা। 

প্রথম ব্রেকথ্রুঃ

দ্বিতীয় ইনিংসের শুরুটা দেখে শুনেই করেছিল লঙ্কানরা। ধীরগতিতে শুরু করলেও দলীয় ১৮ রানে কুশল মেন্ডিসকে লেগ বিফরের ফাঁদে ফেলেন স্পিনার আব্দুর রাজ্জাক। ৭ রান করে বিদায় নেন তিনি। শ্রীলংকার লিড বর্তমানে ১৩২ রান। 

তাইজুলের প্রথমঃ

রাজ্জাকের পর লঙ্কান শিবিরে আঘাত হানেন স্পিনার তাইজুল ইসলাম। উইকেটে থিতু হওয়ার আগেই ধনঞ্জয়া ডি সিলভাকে বোল্ড আউট করেন এই স্পিনার। ২৮ রান করে বিদায় নেন তিনি। 

বাংলাদেশ একাদশ-

তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আব্দুর রাজ্জাক, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ-

দিমুথ গুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, রোশেন সিলভা, দীনেশ চান্ডিমাল (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, দানুশকা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনঞ্জয়া, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমল। 

আরো পড়ুন: this topic