টেস্ট র‍্যাঙ্কিংয়ে আটে উঠে আসার দ্বারপ্রান্তে বাংলাদেশ

বাংলা-লঙ্কা সিরিজ
টেস্ট র‍্যাঙ্কিংয়ে আটে উঠে আসার দ্বারপ্রান্তে বাংলাদেশ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

উইন্ডিজদের টপকে টেস্ট র‍্যাঙ্কিংয়ে আট নম্বরে উঠে আসার সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশের সামনে। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে ড্র  অথবা জিততে পারলেই ক্যারিবিয়ানদের টপকে যাবে টাইগাররা।

গত এক বছর ধরে বেশ কয়েকবার র‍্যাঙ্কিংয়ে আট নম্বরে ওঠার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সেটা হয়ে ওঠেনি। এবার ঘরের মাঠে ভালো সুযোগ এসেছে রিয়াদ বাহিনীর সামনে।

চলমান টেস্ট সিরিজের প্রথমটিতে লড়াই করার পর ড্র করতে সক্ষম হয়েছে তামিম-মুশফিকরা। তাই ঢাকা টেস্টে ড্র কিংবা ১-০ ব্যবধানে জিতলেই আট নম্বরে উঠে আসবে বাংলাদেশ দল।

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট বর্তমানে সমান (৭২)। ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে আট নম্বরে অবস্থান করছে ক্যারিবিয়ানরা।

আইসিসির র‍্যাঙ্কিং প্রেডিক্টর বলছে, সিরিজে একটি টেস্ট ড্র করতে পারলেই বাংলাদেশ দল প্রথমবারের মত টেস্ট ক্রিকেট আট নম্বর দলের তকমা পাবে।

আইসিসির র‍্যাঙ্কিং প্রেডিক্টর অনুযায়ী, বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজটি ০-০ তে ড্র হলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে হবে ৭৪।

লঙ্কানদের বিপক্ষে ১-০ তে সিরিজ জয় করতে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে হবে ৭৮।  তবে ১-০ তে সিরিজ হেরে গেলে রেটিং পয়েন্ট ৭১ এ নেমে যাবে। 

আরো পড়ুন: this topic