রোশেনের সেঞ্চুরিতে মুগ্ধ ডিকওয়েলা

আন্তর্জাতিক
রোশেনের সেঞ্চুরিতে মুগ্ধ ডিকওয়েলা
Author photo
সৈয়দ সামি
· ১ মিনিট পড়া

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা লঙ্কান ব্যাটসম্যান রোশেন সিলভা। ২৩০ বলে ১০৯ রানের দাপুটে এক ইনিংস খেলেছেন তিনি।

তার এই অসাধারণ ইনিংসটি ৬ টি চার ও ১টি ছক্কায় সাজানো ছিল। চতুর্থ দিনের খেলা শেষে লঙ্কানদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন নিরোশান ডিকওয়েলা।

সংবাদ সম্মেলনে রোশেনের ব্যাটিংয়ের প্রশংসা করে ডিকওয়েলা বলেন,  ‘ও খুবই অভিজ্ঞ ক্রিকেটার। তার ভালো ফার্স্টক্লাস রেকর্ড আছে। সে সবখানে রান করে এসেছে। অনেকদিন জাতীয় দলকে সেবা দিতে পারবে বলে আমি আশাবাদী।’

লঙ্কানদের রান বন্যার দিনে ডিকওয়েলারও সুযোগ ছিল সেঞ্চুরির। তবে ব্যক্তিগত ৬২ রানে টাইগার স্পিনার মেহেদী হাসানের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন। সেঞ্চুরি মিস হওয়াতে কিছুটা আফসোস রয়েছে তার। তবে ভবিষ্যতে সেই ভুল না করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন ডিকওয়েলা।

নিজের ব্যাটিং প্রসঙ্গে ডিকওয়েলা বলেন, ‘তা ঠিক দলের জন্য কিছু রান করতে পেরেছি। তবে আমার আরও একটা সেঞ্চুরি মিস হয়ে গেছে। ভবিষ্যতে লক্ষ্য থাকবে সেঞ্চুরি করে আসার।’

এদিকে গত তিনদিন শ্রীলঙ্কার জন্য ভালো সময় গেছে বলে মনে করছেন ডিকওয়েলা, 'সবকিছু আমাদের টিমের পক্ষে গিয়েছে।  আমরা ২০০ রানের লিড নিতে পেরেছি। আমরা এই ক’দিনে ক্রিকেটটা খুব উপভোগ করেছি।'

আরো পড়ুন: this topic