মিরাজের দ্বিতীয়

ছবি:

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ, প্রথম ইনিংসঃ
৫১৩ অল আউট (১২৯.৫ ওভার) মমিনুল ১৭৬, মুশফিক ৯২, মাহমুদুল্লাহ ৮৩*।
হেরাথ ৩/ ১৫০, লাকমল ৩/ ৬৮।
শ্রীলঙ্কা, প্রথম ইনিংসঃ
৫৫৪/৪ (১৫৬ ওভার ) ডিকওয়েলা ৪*, চান্দিমাল ৬১*।

শ্রীলংকার লিডঃ
৯ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করেছিল সফরকারীরা। দিনের শুরুতেই বাংলাদেশের বিপক্ষে লিড পায় লঙ্কানরা। প্রতিপক্ষের বোলারদের দেখে শুনে খেলে বর্তমানে ৪৭ রানে এগিয়ে আছে দীনেশ চান্দিমালের দল।
রোশেন সিলভার অভিষেক সেঞ্চুরিঃ
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়েছেন লঙ্কান ব্যাটসম্যান রোশেন সিলভা। তৃতীয় দিন ৮৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। চতুর্থ দিন সকালে ব্যাট করতে নেমে প্রথম ঘণ্টায়ই সেঞ্চুরি তুলে নেন তিনি। তবে সেঞ্চুরি হাঁকানোর পর ইনিংসটাকে বেশীদূর টানতে পারেননি এই লঙ্কান। মেহেদি হাসান মিরাজের বলে উইকেট রক্ষক লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেছেন ১০৯ রান করে।
চান্দিমালের ফিফটিঃ
প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে পেলেই হেসে উঠে চান্দিমালের ব্যাট। চট্টগ্রাম টেস্টেও সেটাই হয়েছে। হাসছে চান্দিমালের ব্যাট। টেস্টে রিয়াদ বাহিনীর বিপক্ষে তার ব্যাটং গড় ১০৭। আগের দিন ৩৭ রান নিয়ে অপরাজিত থাকা চান্দিমাল দিনের শুরুতেই তুলে নিয়েছেন ফিফটি।
১৩৫ রানের জুটি ভাঙ্গনঃ
চান্দিমাল এবং রোশেন সিলভা মিলে চতুর্থ উইকেট জুটিতে গড়েছেন ১৩৫ রান। উইকেটে থিতু হয়ে খেলতে থাকা সেঞ্চুরিয়ান রোশেন সিলভাকে ১০৯ রানে সাজঘরে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন স্পিনার মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ-
দিমুথ করুনারত্নে, ধনঞ্জয় ডি সিলভা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা (উইকেট রক্ষক), রোশান সিলভা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমাল, লক্ষ্মণ সন্দাকান, লাহিরু কুমারা।