রোশেনের ১০০, চান্দিমালের ৫০

ছবি:

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ, প্রথম ইনিংসঃ
৫১৩ অল আউট (১২৯.৫ ওভার) মমিনুল ১৭৬, মুশফিক ৯২, মাহমুদুল্লাহ ৮৩*।
হেরাথ ৩/ ১৫০, লাকমল ৩/ ৬৮।
শ্রীলঙ্কা, প্রথম ইনিংসঃ
৫৪১/৩ (১৩৮ ওভার ) রোশান ৮৭*, চান্দিমাল ৩৭*।
শ্রীলঙ্কার লিডঃ

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে টাইগারদের থেকে ৯ রানে পিছিয়ে ছিল সফরকারীরা। চতুর্থ দিন সকালে ব্যাট করতে নেমে দেখে শুনে খেলে বাংলাদেশের বিপক্ষে লিড নিয়েছে দীনেশ চান্দিমালের দল।
রোশেন সিলভার প্রথম সেঞ্চুরিঃ
এছাড়াও আগের দিন ৮৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করা ব্যাটসম্যান রোশেন সিলভা দিনের প্রথম ঘন্টায় তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
চান্দিমালের ফিফটিঃ
আরেক অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক দীনেশ চান্দিমালও তুলে নিয়েছেন ফিফটি। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত লঙ্কানদের স্কোর ৩ উইকেটে ৫৩০ রান। দীনেশ চান্দিমাল ৫০ এবং রোশেন সিলভা ১০০ রান নিয়ে ক্রিজে ব্যাট করছেন।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ-
দিমুথ করুনারত্নে, ধনঞ্জয় ডি সিলভা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা (উইকেট রক্ষক), রোশেন সিলভা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমাল, লক্ষ্মণ সন্দাকান, লাহিরু কুমারা।