লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে বাঁহাতি টাইগার স্পিনার সানজামুল ইসলাম নয়নের। ৮৭ তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাদা পোষাকের ক্রিকেটে অভিষেক হয় তার।
অভিষেক ম্যাচেই এক বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে এই টাইগার ক্রিকেটার। অবশ্য, বিশ্বরেকর্ডটা বেশ লজ্জার। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে ৩৭ রান দিয়ে ১২৮ খরচায় এখনও উইকেটের দেখা পাননি সানজামুল।
এই ইনিংসে কোনো উইকেটের দেখা না পেলে ১০০ রান দিয়ে কোনো উইকেট না পাওয়াদের তালিকায় নাম উঠে যাবে সানজামুলের। এই বিচ্ছিরি রেকর্ডে শুধু সানজামুল নয়, আছেন আরও ২৬ জন। তবে, সানজামুলের স্বদেশী আছেন আরও চারজন।
তারা হলেন ফাহিম মুনতাসির, শাহাদাত হোসেন, রবিউল ইসলাম ও আবুল হাসান। অবশ্য, টাইগার অলরাউন্ডার আবুল হাসান রাজু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে দশ নম্বরে নেমে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড গড়েছিলেন।
সেই ম্যাচে বল হাতেও রান দিয়ে সেঞ্চুরি করেছিলেন এবং উইকেট শূন্য থেকে রেকর্ড গড়েছিলেন রাজু। এদিকে, সানজামুলের একটু ভয় পাওয়াই উচিত। কারণ অভিষেক ইনিংসে ১০০ রান দিয়ে উইকেট শূন্য থাকা বেশিরভাগেরই টেস্ট ক্যারিয়ার সুপ্রসন্ন হয়নি।
অনেকেরই ক্যারিয়ার শেষ হয়ে গেছে মাত্র ১/২ টেস্ট খেলে। তাদের মধ্যে, শুরুর ধাক্কা সামলে ১০০ টেস্ট উইকেট নেয়ার কৃতিত্ব আছে কেবল একজনের। তিনি হলেন জেফ থমসন। এই বোলার ৫১ টেস্ট খেলে ২০০ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছিলেন।
আর, দুর্ভাগা ২৬ বোলারের মধ্যে কমপক্ষে ৫০ উইকেট নিতে পেরেছেন ৫ জন। এই পাঁচজনের একজন টাইগার পেসার শাহাদাত হোসেন রাজীব। এদিকে, সানজামুলের সামনে এখনও উইকেট নেয়ার সুযোগ আছে।
তবে, আরেকটি বিশ্ব রেকর্ডও চোখ রাঙাচ্ছে তাকে। সেটা হলো ১৫০ রান দিয়ে উইকেট শুন্য থাকার শঙ্কা। অভিষেকে ১৫০ রান দিয়ে উইকেট শুন্য থাকার কীর্তি আছে কেবল একজনের। ২০১৫ সালে দুবাই টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১৬৩ রান দিয়ে উইকেট শূন্য থাকার অভিজ্ঞতা আছে শুধু ইংলিশ স্পিনার আদিল রশিদের।