'উইকেট নয়, ফাইনালে হারের কারণ বাজে ব্যাটিং'

আন্তর্জাতিক
'উইকেট নয়, ফাইনালে হারের কারণ বাজে ব্যাটিং'
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

দলীয় ব্যর্থতায় শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হেরেছে বাংলাদেশ দল। ফাইনালে ৭৯ রানের পরাজয়ের পাশাপাশি হাতছাড়া হয়েছে প্রথম বারের মত কোন ত্রিদেশীয় সিরিজ জয়ের সুযোগটিও। 

লঙ্কানদের ছুঁড়ে দেয়া ২২১ রানের মামুলি লক্ষ্য সেদিন তাড়া করতে ব্যর্থ হয় মাশরাফির দল। ফাইনালে হারের পর অনেকেই বলেছিল হয়তো উইকেটের কারণে হেরেছে টাইগাররা।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন বিষয়টির সঙ্গে মোটেও একমত নন। তিনি মনে করেন ব্যাটসম্যানরা ভালো ব্যাট করেনি বলেই ফাইনালে হেরেছে টাইগাররা।

পাশাপাশি সিনিয়ররা বাজে সময়ে ভুল শট খেলে আউট হয়েছেন। ডেইলি স্টারকে দেয়া এক সাক্ষাতকারে এমনটাই জানান তিনি। সেখানে তিনি বলেন, 'আমরা বাজে ব্যাটিংয়ের কারণে হেরেছি।

ভালো ব্যাটিং করতে না পারলে উইকেট কি করবে। আমার বিশ্বাস হচ্ছেনা যে আমরা ২২১ রানের লক্ষ্য তাড়া করতে পারিনি। তামিম, সাব্বিররা খুব বাজে শট খেলে আউট হয়েছে।

আর মুশফিক আউট হওয়ার আগেও সুইপ শট খেলেছিল। গ্যালারি থেকে তাকে মানা করা হয়েছিল সে যেন এভাবে না খেলে কিন্তু সে একই ভুল আবারও করেছে।

দলের তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভুল শট খেলে আউট হয়েছে। অন্যদিকে দুইজন রান আউটের শিকার হয়েছে, যেখানে রান নেয়ার কোন প্রয়োজনই ছিলনা।'  

আরো পড়ুন: this topic