আহত বাংলাদেশ

আন্তর্জাতিক
আহত বাংলাদেশ
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

আঙ্গুলের ইনজুরির কারনে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ। যার কারনে ২২২ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ ওপেনার তামিম ইকবালকে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হত।

তাই হয়তো শুরু থেকে বেশ সতর্ক ছিলেন তামিম। কিন্তু হাল ছাড়ার পাত্র নয় লঙ্কানরা। বাংলাদেশকে আহত অবস্থায় পেয়ে চেপে ধরে দুই ওপেনিং বোলার লাকমল ও চামিরা। 

১৮ বল খেলে মাত্র ৩ রান করা তামিম রানের খোঁজে চামিরাকে পুল করতে গিয়ে বিপদ ডেকে আনেন। টাইমিংয়ে গড়বড় করে মিড অনে ক্যাচ তোলেন তিনি। 


বাংলাদেশ একাদশ-

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ।

শ্রীলঙ্কা একাদশ- 

উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দীনেশ চান্ডিমাল (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরঙ্গা লাকমল, দুশমন্ত চামিরা, শিহান মাদুশাংকা। 

আরো পড়ুন: this topic