উইকেট নিয়ে খেদ ঝাড়লেন লঙ্কান অধিনায়ক

আন্তর্জাতিক
উইকেট নিয়ে খেদ ঝাড়লেন লঙ্কান অধিনায়ক
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

বাংলাদেশের কাছে চলতি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে রীতিমত নাস্তানাবুদ হতে হয়েছিলো শ্রীলঙ্কা ক্রিকেট দলের। মূলত সেই ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট পড়তে প্রায় পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন লঙ্কান ব্যাটসম্যানেরা। 

আর সেই কারণেই কিনা বৃহস্পতিবার টাইগারদের বিপক্ষে আবারো মাঠে নামার আগে সতর্ক অবস্থানে লঙ্কান অধিনায়ক দীনেশ চান্ডিমাল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসার আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে সাথে নিয়ে উইকেট দেখতে গিয়েছিলেন চান্ডিমাল। 

তবে দুর্ভাগ্যজনক ভাবে সেসময় তিনটি উইকেট প্রস্তুত করার কাজ করছিলেন কিউরেটররা। আর সেই কারণে সেভাবে উইকেট পরখ করে দেখা হয়নি লঙ্কান অধিনায়কের। ফলে বেশ অসন্তুষ্ট হয়েই সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। সাংবাদিকদের সামনেও হতাশা লুকাননি চান্ডিমাল। উইকেট নিয়ে খেদ ঝেড়ে তিনি বলেছেন, 

'প্রেসের সামনে আসার আগে আমি, কোচ ও ম্যানেজার মাঝমাঠে গিয়ে পিচ দেখেছি। দুই, তিনটি উইকেট প্রস্তুত করা হচ্ছে। জানি না কোনটিতে খেলা হবে। তারা কোন উইকেট দেবে সেজন্যই অপেক্ষা করছি। আমি বুঝতে পারছি না কেন তারা এতটা জটিল!'

তবে উইকেট না দেখতে পারলেও যেকোনো ধরণের উইকেটেই খেলতে প্রস্তুত তাঁর দল বলে জানিয়েছেন লঙ্কান দলপতি। তাঁর ভাষায়, 'যাই হোক যে উইকেটই দিক না কেন আমরা প্রস্তুত।'

আরো পড়ুন: this topic