টাইগারদের বিপক্ষে দল ঘোষণা করলো লঙ্কানরা

আন্তর্জাতিক
টাইগারদের বিপক্ষে দল ঘোষণা করলো লঙ্কানরা
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

বাংলাদেশে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজের আগে লঙ্কান দলে একটি বড় পরিবর্তন নিয়ে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দুই ম্যাচের এই সিরিজে দীনেশ চান্ডিমালের ডেপুটি অর্থাৎ সহ অধিনায়ক হিসেবে থাকবেন অলরাউন্ডার সুরঙ্গা লাকমল।

১৬ সদস্যের এই স্কোয়াডে এসেছে আরও বেশ কয়েকটি পরিবর্তন। দলে জায়গা পেয়েছেন দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দুশমন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়া এবং লাহিরু কুমারা। অপরদিকে জায়গা হারিয়েছেন বিশ্ব ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, দাশুন শানাকা এবং লাহিরু থিরিমানেরা। 

গত ভারত সফরে বেশ হতাশার একটি সিরিজটি পার করেছিলো সফরকারী শ্রীলঙ্কা। সেই সেই দুঃসহ স্মৃতি ভোলার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সফর দিয়ে ফিরে আসতে দলকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচক এবং নবনিযুক্ত কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আর তারই পরিপ্রেক্ষিতে লাকমলের কাঁধে তুলে দেয়া হয়েছে সহ অধিনায়কের দায়িত্ব। মূলত লাকমলের সাম্প্রতিক পারফর্মেন্স দেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। টেস্ট ফরম্যাটে বর্তমানে ফর্মের তুঙ্গেই আছেন এই অলরাউন্ডার। 

ভারতের বিপক্ষে গত ইডেন গার্ডেন্স টেস্টে তিনি দুই ইনিংস মিলিয়ে একাই ৭ উইকেট শিকার করেছিলেন। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানকে ধবল ধোলাইয়ের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেছিলেন লাকমল। ২১.৬৬ গড়ে নিয়েছিলেন ৬টি উইকেট। আর তাই এবার লাকমলেই আস্থা রাখছেন নির্বাচকেরা।   

শ্রীলঙ্কা স্কোয়াড- 

দীনেশ চান্ডিমাল (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), রোশন সিলভা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমল (সহ-অধিনায়ক), দিলরুয়ান পেরেরা, দুশমন্ত চামিরা, লক্ষ্মণ সান্দাকান, আকিলা ধনঞ্জয়া, লাহিরু গামাগে, লাহিরু কুমারা

আরো পড়ুন: this topic