সাকিবের মনের মতো বছর ২০১৭

আন্তর্জাতিক
সাকিবের মনের মতো বছর ২০১৭
Author photo
সৈয়দ সামি
· ১ মিনিট পড়া

২০১৭ সালটি স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশ দলের টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব আল হাসানের। এই টাইগার অলরাউন্ডারের পারফরম্যান্সে ভর করে বাংলাদেশ দলও দারুণ একটি বছর কাটিয়েছে। এমন পারফরম্যান্সের সুবাদেই  শনিবার বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ২০১৭ বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন সাকিব।

বিএসপিএ দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সবচেয়ে পুরনো সংগঠন। ১৯৬২ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কৃত করার ধারা চালু করেছিল বিএসপিএ। গত অর্ধশতাব্দিরও বেশি সময় ধরে কয়েকশত ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান পেয়েছে মর্যাদার এইসব পুরস্কার। তারই ধারাবাহিকতায় সাকিবের হাতে উঠেছে এবারের বর্ষসেরা ক্রিকেটারের পুরষ্কার।

সাকিব আল হাসান পুরষ্কার হাতে নিয়ে জানিয়ছেন, 'আমাদের দেশের জন্য এবং ব্যক্তিগত দিক থেকে আমার জন্য ভালো একটা বছর ছিল (২০১৭)। ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ইনিংসই- একটি চ্যাম্পিয়ন্স ট্রফি ও অন্যটি ডাবল সেঞ্চুরি। দুইটাই আমার কাছে বড়। বোলিংয়ে অস্টেলিয়ারর বিপক্ষে দুই ইনিংসে ৫ উইকেট।'

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ২০১৭ সালের জানুয়ারিতে ওয়েলিংটন টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের অবিস্মরণীয় এক ইনিংস খেলেন। এই টাইগার অলরাউন্ডারের ওই ডাবল সেঞ্চুরির ইনিংসটি টেস্টে বাংলাদেশের ইতিহাসের ব্যক্তিগত সর্বোচ্চ। এরপর জুনে কার্ডিফে নিউজিল্যান্ডেরই বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে বাঁচামরার ম্যাচে ১১৭ রানের ইনিংস খেলেছিলেন সাকিব।

তার এই অসাধারণ ইনিংসে ভর করেই নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখে টাইগাররা। পরে অবশ্য এই বৈশ্বিক আসরের সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ দল। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে,সাকিব ব্যাটে-বলে বছরের শেষ পর্যন্ত আলো ছড়িয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলতে যাননি। বিশ্রামে ছিলেন। তবে তার আগে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ দল।সেই ঐতিহাসিক ম্যাচের দুই ইনিংসেই ৫টি করে উইকেট নিয়েছিলেন সাকিব।

আর প্রথম ইনিংসে ব্যাট হাতে খেলেছিলেন ৮৪ রানের মহা মূল্যবান ইনিংস। প্রথম ইনিংসে ৬৮ রানে ৫ উইকেট শিকার করেন সাকিব।  তারপর দ্বিতীয় ইনিংসে ৮৫ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে একাই গুড়িয়ে দেন তিনি।  এই পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন সাকিব। বছর শেষে তারই প্রতিদান পেলেন টাইগার অলরাউন্ডার।

আরো পড়ুন: this topic