মেলবোর্ন ডার্বিতে সহজ জয় পেল রেনেগেডসরা

আন্তর্জাতিক
মেলবোর্ন ডার্বিতে সহজ জয় পেল রেনেগেডসরা
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

শনিবার বিগ ব্যাশে দিনের এক মাত্র ম্যাচে মেলবোর্ন ডার্বিতে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। এদিন ম্যাক্সওয়েল-পিটারসেনদের ৭ উইকেটে হারিয়ে আসরের চতুর্থ জয় তুলে নেয় দলটি।  

এদিন টসে জিতে স্টার্সদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রেনেগেডস দলপতি অ্যারন ফিঞ্চ। ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে ওপেনার লুক রাইটকে হারিয়ে বসে দলটি। 

রাইট ফিরে গেলেও বেন ডাঙ্ক এবং কেভিন পিটারসেন মিলে ৬৯ রান যোগ করেন। পিটারসেন ৪০ রান নিয়ে বিদায় নিলেও দলকে ১০০ রানের পূঁজি এনে দেন থিতু হয়ে খেলতে থাকা ডাঙ্ক।

তাকে সঙ্গ দেন ম্যাক্সওয়েল। ডাঙ্ক ৪০ রানে বিদায় নিলেও শেষ পর্যন্ত ম্যাএক্সওয়েলের ৩৩ এবং মার্কাস স্টয়নিসের ২৪ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৭ রানের পূঁজি পায় জনি হেস্টিংসের দল।

১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহাম্মদ নবির অর্ধশতকে ১৩ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় রেনেগেডসরা। নবি ফিফটি হাঁকানোর পাশাপাশি অধিনায়ক অ্যারন ফিঞ্চ দলের হয়ে করেন ৪৩ রান।

দলের হয়ে রানের দেখা পেয়েছেন ক্যামেরন হোয়াইটও। তার ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৩৫ রান। স্টার্সের পক্ষে অধিনায়ক জনি হেসটিংস শিকার করেন ২৪ রান দিয়ে ২ উইকেট। 

মেলবোর্ন স্টার্স একাদশঃ বেন ডাঙ্ক, লুক রাইট, কেভিন পিটারসেন, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার হেন্ডসক্বব, মার্কস স্টয়নিস, জেমস ফকনার, জন হ্যাস্টিংস, অ্যাডাম জাম্পা, জ্যাকসন কোলম্যান, মাইকেল বিয়ার

মেলবোর্ন রেনেগেন্ডসঃ মার্কাস হ্যারিস, অ্যারন ফিঞ্চ, ক্যামেরন হোয়াইট, ব্র্যাড হজ, টম কুপার, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ নবী, টিম লুডেমান, জ্যাক উইলডারমুথ, কেন রিচার্ডসন, ব্র্যাড হগ

আরো পড়ুন: this topic