সিডনিতে পার্শ্ব নায়কদের একদিন

আন্তর্জাতিক
সিডনিতে পার্শ্ব নায়কদের একদিন
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

সিডনিতে সিরিজের শেষ টেস্টে সফরকারী ইংলিশদের বিপক্ষে তৃতীয় দিন শেষে ১৩৩ রানে এগিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দিন শেষে স্টিভ স্মিথের দলের সংগ্রহ ৪ উইকেটে ৪৭৯ রান। 

তৃতীয় দিন অস্ট্রেলিয়ার পক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন ব্যাটসম্যান উসমান খাওয়াজা। লেগ স্পিনার মেসন ক্রেনের বলে স্ট্যাম্পিং হয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৭১ রান। খাওয়াজা শতক হাঁকালেও মাত্র ২ রানের আক্ষেপ নিয়ে দিন শেষ করতে হয়েছে শন মার্শকে।

দিন শেষে শন মার্শ অপরাজিত আছেন ৯৮ রানে। অন্যদিকে তার ছোট ভাই মিচেল মার্শ এদিন ওয়ানডে মেজাজে খেলে তুলে নিয়েছেন ফিফটি। ৬৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন এই অলরাউন্ডার।

তবে তৃতীয় দিন বড় আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন অজি দলপতি স্টিভ স্মিথ। ব্যাক্তিগত ৮৩ রানে থাকা অবস্থায় অফ স্পিনার মঈন আলীকে রিটার্ন ক্যাচ দিয়ে ডাগ আউটে ফিরে যান বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। 

এর আগে তৃতীয় দিন সকালে ২ উইকেটে ১৯৩ রান নিয়ে খেলতে নামে অজিরা। ৯৩ রানে অপরাজিত থাকা উসমান খাওয়াজা প্রথম সেশনেই তুলে নেন অ্যাশেজে নিজের প্রথম সেঞ্চুরি। 

লাঞ্চ বিরতিতে যাওয়ার খানিক আগে আউট হন স্মিথ। স্মিথের ফিরে যাওয়ার পর শন মার্শকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন বাঁহাতি খাওয়াজা। খাওয়াজা ১৭১ রানে ফিরে যাওয়ার পর ষষ্ঠ উইকেট জুটিতে মার্শ ব্রাদার্সরা মিলে যোগ করেন ১০৪ রান।

ফলে ৪ উইকেটে ৪৭৯ রান নিয়ে দিন শেষ করে অজিরা। ইংলিশদের পক্ষে স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, মেসন ক্রেন এবং মঈন আলী নেন ১টি করে উইকেট। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রানে অল আউট হয়েছিল ইংলিশরা।

ইংলিশদের হয়ে অধিনায়ক জো রুট খেলেন সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস। এছাড়াও ডেভিড মালানের ব্যাট থেকে আসে ৬২ রান। অজিদের পক্ষে প্যাট কামিন্স একাই নেন ৪টি উইকেট। 

অস্ট্রেলিয়া একাদশঃ স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যাঙ্ক্রফট, উসমান খাওয়াজা, শন মার্শ, মিচেল মার্শ, টিম পেইন (উইকেট রক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন, জোশ হ্যাজলউড।

ইংল্যান্ড একাদশ: জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন , মঈন আলী, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, অ্যালিস্টার কুক, মেসন ক্রেন, ডেভিড মালান, মার্ক স্টোনম্যান, জেমস ভিন্স, টম কুরান

আরো পড়ুন: this topic