পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তে ইংল্যান্ডের পুলিশ, নিষেধাজ্ঞা পিসিবির

চিটাগং কিংস
পাকিস্তান শাহীনসের হয়ে ইংল্যান্ড সফরের সময় অপরাধমূলক কাজে জড়িত হয়েছেন হায়দার আলী! এমন অভিযোগের ভিত্তিতে পাকিস্তানের ব্যাটারের বিরুদ্ধে তদন্তে নেমেছে ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। অপরাধমূলক কাজের অভিযোগ ওঠায় হায়দারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

promotional_ad

গত মাসের শেষের দিকে ইংল্যান্ড সফর করেছে পাকিস্তান শাহীনস। যেখানে বেকেনহ্যামে ফার্স্ট-ক্লাস কাউন্টিস সিলেক্ট ইলেভেনের বিপক্ষে তিনটি একদিনের ও একটি লাল বলের ম্যাচ খেলেছে তারা। এ ছাড়া এমসিসি ইয়াং ক্রিকেটার্স অ্যান্ড সাউথ এশিয়ান ক্রিকেট অ্যাকাডেমি একাদশের বিপক্ষেও একটি সাদা পোশাকের ম্যাচ খেলেছেন হায়দার, সাউদ সাকিল, মেহরান মুমতাজরা।


আরো পড়ুন

সালমানের ওপর বিশ্বাস আছে হেসনের

৯ আগস্ট ২৫
পাকিস্তানের জার্সিতে সালমান আলী আঘা

একদিনের ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন হায়দার। তিন ম্যাচের সিরিজে দুই হাফ সেঞ্চুরিতে ১৪১ রান করেছেন। লাল বলের ক্রিকেটে তিন ইনিংস মিলে রান করেছেন ১৮ রান। সেই সফরের সময়ই পাকিস্তানের ডানহাতি এই ব্যাটার কোনো একটি অপরাধমূলক কাজে জড়িয়েছেন বলে অভিযোগ এনেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। যার ফলে তাঁর বিরুদ্ধে তদন্তে নেমেছে তারা।


promotional_ad

যদিও কী ধরনের অপরাধ করেছেন সেটা এখনো খোলাসা করেনি গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, হায়দারকে হেফাজতে রাখা হয়নি। তবে এমন অভিযোগের জেরে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পিসিবি। যদিও তদন্ত চলাকালীন হায়দারকে সবধরনের আইনি সহায়তা করার আশ্বাস দিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড।


এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘যুক্তরাজ্যের আইনি প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন ও সম্মান করে পিসিবি এবং এই তদন্তকে নিজস্ব গতিতে চলতে দেওয়ার গুরুত্বও স্বীকার করছে। হায়দারকে সাময়িকভাবে নিষিদ্ধ (সাসপেন্ড) করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর, এখন থেকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে। আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনে নিজস্ব নীতিমালা অনুযায়ী পিসিবি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।’


পাকিস্তান জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত দুইটি ওয়ানডে এবং ৩৫ টি-টোয়েন্টি খেলেছেন হায়দার। যদিও লম্বা সময় ধরেই জাতীয় দলের জার্সিতে খেলা হচ্ছে না তাঁর। ২০২০ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক সিরিজেই নিজের শেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ডানহাতি এই ব্যাটার। টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball