স্টোকসের সেঞ্চুরির পর রাহুল-গিলের মাটি কামড়ানো লড়াই

লোকেশ রাহুল (বামে) ও শুভমান গিল (ডানে) দুজনই হাফ সেঞ্চুরি করেছেন, ফাইল ফটো
৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই বিপদে পড়ে ভারত। ক্রিস ওকসের পরপর দুই বলে ইয়াশভি জয়সাওয়াল ও সাই সুদর্শান ফিরে যান শূন্য রানে। তবে প্রথম সেশন কাটিয়ে দ্বিতীয় ও তৃতীয় সেশনে পরিস্থিতি সামলে নিয়েছেন লোকেশ রাহুল ও শুভমান গিল।

promotional_ad

চতুর্থ দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৬৩ ওভারে দুই উইকেটে ১৭৪ রান। রাহুল ৮৭ রানে অপরাজিত, খেলেছেন ২১০ বলের ইনিংস। অন্যদিকে অধিনায়ক গিল অপরাজিত রয়েছেন ৭৮ রানে (১৬৭ বলে)। তৃতীয় উইকেটে তাদের জুটি ৩৭৭ বল খেলে যোগ করেছে ১৭৪ রান।


আরো পড়ুন

স্টোকসের ৫ উইকেটের পর ম্যানচেস্টারে ক্রলি-ডাকেটের বাজবল ক্রিকেট

২৫ জুলাই ২৫
জ্যাক ক্রলি ও বেন ডাকেট মিলে ১৬৬ রানের উদ্বোধনী জুটি গড়েছেন

আট উইকেট হাতে রেখেও এখনও ১৩৭ রানে পিছিয়ে রয়েছে ভারত। সিরিজে এগিয়ে থাকা ইংল্যান্ড এই মুহূর্তে এখনও শক্ত অবস্থানে। এই জুটি ভাঙলে আবারও ম্যাচের চিত্র বদলে যেতে পারে।


এর আগে ওল্ড ট্র্যাফোর্ডে সাত উইকেটে ৫৪৪ রান নিয়ে খেলতে নামে ইংল্যান্ড। দিনের পঞ্চম ওভারেই জসপ্রিত বুমরাহ লিয়াম ডসনকে বোল্ড করে ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন। আগের দিনের ২১ রানের সঙ্গে মাত্র পাঁচ রান যোগ করতে পারেন ডসন।


promotional_ad

৭৭ রানে দিন শুরু করা বেন স্টোকস ৯৯ থেকে চার মেরে শতকে পৌঁছান। ২০২৩ সালের জুনের পর এটি তার প্রথম টেস্ট সেঞ্চুরি। ঐতিহাসিক এই ইনিংসের মাধ্যমে তিনিই প্রথম ইংলিশ অধিনায়ক বনে যান যিনি একই টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেটের কীর্তি গড়লেন।


আরো পড়ুন

রেকর্ড নিয়ে আমার কোনো চিন্তা নেই: রুট

১ ঘন্টা আগে
জো রুটের সামনে এখন কেবলই শচিন টেন্ডুলকার, ফাইল ফটো

ইংল্যান্ডের হয়ে এর আগে টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেটের ‘ডাবল’ পেয়েছেন টনি গ্রেগ, ইয়ান বোথাম ও গাস অ্যাটকিনসন। অধিনায়ক হিসেবে এটি প্রথমবার স্টোকসের।


স্টোকস এরপর টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। বল হাতে তার উইকেট ২২৯টি। টেস্টে সাত হাজার রান ও দুইশ উইকেট রয়েছে স্টোকস ছাড়া এমন ক্রিকেটার মাত্র দুইজন- গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিস।


স্টোকসের বিদায়ের পর দ্রুত ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায়। রবীন্দ্র জাদেজা পরপর দুই ওভারে স্টোকস ও ব্রাইডন কার্সকে আউট করে ইংল্যান্ডের ইনিংস শেষ করেন। জাদেজা ইনিংসে ১৪৩ রানে নেন চার উইকেট। এই ম্যাচে বুমরাহ প্রথমবার টেস্টে ১০০’র বেশি রান দিয়েছেন (১০৪/১)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball