‘পান্তকে ভয় পায় ইংল্যান্ড’

ফাইল ছবি
দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই সেঞ্চুরি করেছিলেন ইয়াশভি জয়সাওয়াল। ইংল্যান্ড মাটিতে নিজের খেলা প্রথম টেস্টেও সেঞ্চুরি করেছেন তিনি। চলতি সফরে একটি সেঞ্চুরির সঙ্গে একটি হাফ সেঞ্চুরিও পেয়েছেন তিনি। তবে সঞ্জয় মাঞ্জরেকার মনে করেন, জয়সাওয়ালের চেয়ে ঋষভ পান্তকে বেশি ভয় ইংল্যান্ড।

promotional_ad

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরো আসরে ছন্দে না থাকলেও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে শেষ ম্যাচে অপরাজিত ১১৮ রানের ইনিংস খেলেছিলেন পান্ত। সেই ছন্দ ধরে রেখেছেন ইংল্যান্ড সফরে চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে। ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ৬ ছক্কা ও ১২ চারে ১৩৪ রান করেছিলেন পান্ত। একই টেস্টের দ্বিতীয় ইনিংসে বাঁহাতি ব্যাটার করেছিলেন ১১৮ রান।


আরো পড়ুন

ম্যানচেস্টারে ‘ব্যাটার’ পান্তকে না খেলানোর পরামর্শ শাস্ত্রীর

১৮ জুলাই ২৫
লর্ডস টেস্টের সময় আঙুলের চোটে পড়েছেনঋষভ পান্ত

এজবাস্টন ও লর্ডসে পেয়েছেন হাফ সেঞ্চুরি। সবমিলিয়ে চলতি সফরে প্রথম তিন টেস্টে ৭০.৮৩ গড়ে ৪২৫ রান করেছেন তিনি। এমন ছন্দে থাকা বাঁহাতি ব্যাটারকে ম্যানচেস্টারে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। লর্ডসে প্রথম ইনিংসে কিপিং করার সময় আঙুলে চোট পেয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, শুধুমাত্র ব্যাটার হিসেবে চতুর্থ টেস্টে খেলানো হতে পারে পান্ত। যদিও রবি শাস্ত্রী এমন সিদ্ধান্তের পক্ষে নয়।


promotional_ad

আক্রমণাত্বক ব্যাটিংয়ে পুরো সিরিজেই ইংল্যান্ডকে ভড়কে দিয়েছেন পান্ত। ম্যাচের পরিস্থিতি যাই হোক না কেন নিজের চিরচেনা ব্যাটিং থেকে সরে আসেন না তিনি। মাঞ্জরেকারের চাওয়া, বাঁহাতি ব্যাটারের এমন ভয়ডরহীন ব্যাটিংয়ের লাইসেন্স পাওয়া উচিত। সেই সঙ্গে জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার মনে করেন, ৫ নম্বর পজিশনের জন্য বিশ্বের অন্যতম সেরা ব্যাটারকে ভয় পায় ইংল্যান্ড।


আরো পড়ুন

ভারতকে না করে ইংল্যান্ডকে ৩ ফাইনাল আয়োজনের স্বত্ব দিল আইসিসি

৫৭ মিনিট আগে
আইসিসি

সম্প্রচারক প্রতিষ্ঠান স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে মাঞ্জরেকার বলেন, ‘পরিস্থিতি যাই হোক না কেন ঋষভ পান্ত তাঁর মতো করেই খেলবে। সে ওই লাইসেন্সটা পাওয়া উচিত কারণ সে এটার প্রাপ্য। আমার মনে হয় পাঁচ নম্বর পজিশনে সে সেরা খেলোয়াড়। সে এমন একজন ব্যাটার যাকে ইংল্যান্ড ভয়।’


ইংল্যান্ড সফরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন জয়সাওয়াল। এজবাস্টনেও প্রথম ইনিংসে ৮৭ রান করেছিলেন। তবে তিন টেস্টের বাকি চার ইনিংসে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি বাঁহাতি এই ওপেনার। বিশেষ করে লর্ডসে যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন রান করতে পারেননি তিনি। প্রথম ইনিংসে ১৩ রান করা জয়সাওয়াল দ্বিতীয় ইনিংসে রানের খাতা খোলার আগেই আউট হয়েছিলেন।


লর্ডসে ১৯৩ রান তাড়া করে জিততে না পারায় সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ভারত। মাঞ্জরেকার মনে করেন, জয়সাওয়ালকে তাঁর আউটের ধরণ নিয়ে ভাবা উচিত। তিনি বলেন, ‘ব্যাটিং ইউনিট খুব ভালো করছে। জয়সাওয়াল যেভাবে আউট হচ্ছে সেটা নিয়ে অবশ্যই তাঁর চিন্তা করা উচিত। সে যে ফর্মে আছে এটাকে কাজে লাগানো উচিত।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball