পাকিস্তান জানে, বাংলাদেশ কী কী চ্যালেঞ্জ দেবে

ছবি: গণমাধ্যমে কথা বলছেন সালমান আঘা, ক্রিকফ্রেঞ্জি

টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে ছন্দ ফিরে পেয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর পাকিস্তানেও ৩-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ।
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না: সালমান
১৬ জুলাই ২৫
এরপর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটি হারলেও পরের দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। দল নিয়েও বেশ আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন দাস। বিশেষ করে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জেতায় খুবই ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল।
দলটির আত্মবিশ্বাসের পারদ অনুমান করতে পারছেন সালমানও। সিরিজের প্রথম ম্যাচ শুরুর আগের দিন তিনি বলেন, 'বাংলাদেশ যেকোনো স্টেডিয়ামে, যেকোনো মাঠে, যেকোনো দেশে একটি দারুণ দল। আর যখন খেলা হয় তাদের ঘরের মাঠে, তখন তো তারা আরও বেশি শক্তিশালী দল। আমরা জানি আমাদের সামনে কী চ্যালেঞ্জ আসতে যাচ্ছে। আমরা সেটার জন্য প্রস্তুত, এবং আমরা এখানে খেলতে এসে দারুণ রোমাঞ্চিত।'

খাবার নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন দর্শকরা
৫ ঘন্টা আগে
আক্রমণাত্মক খেলার ইঙ্গিত দিয়েছেন সালমান, 'আমরা আমাদের খেলার ধরন পরিবর্তন করেছি, এবং এভাবেই আমরা খেলতে চাই। তবে কন্ডিশন মূল্যায়ন করাটা সবসময়ই অনেক গভীরভাবে করতে হয়। আমরা দেখব কন্ডিশন কেমন এবং আমরা কীভাবে খেলতে চাই। যদি কন্ডিশন আমাদের আক্রমণাত্মকভাবে খেলতে দেয়, তাহলে আমরা সেভাবেই খেলব।'
বাংলাদেশ থেকে কিছুটা এগিয়ে থেকেই মাঠে লড়তে চায় পাকিস্তান। ব্যাটিংয়ে দলটির লক্ষ্য অন্তত ১০-১৫ রান বেশি করা। আর বোলিংয়ে বাংলাদেশকে কম রানে আটকাতে চান সালমান।
তিনি আরও বলেন, 'কন্ডিশন যদি আক্রমণাত্মক খেলতে না দেয়, তাহলে আমরা কন্ডিশন বুঝে সেই অনুযায়ী খেলার চেষ্টা করব। আমাদের লক্ষ্য হচ্ছে ১০–১৫ রান বেশি করা এবং যখন আমরা ব্যাটিং করি তখন সবসময়ই একটা ধাপে উপরে থাকা।'
'তারপর যখন আমরা বোলিং করব তখন আমাদের লক্ষ্য থাকবে প্রতিপক্ষকে কম রানে আটকে রাখা এবং সেভাবেই পরিকল্পনা করা। তাদের দলে কিছু চমৎকার গতির বোলার আছে, এবং আমি তাদের দেখতে মুখিয়ে আছি। তাদের পেস আক্রমণ খুব ভালো, আমি খুশি তারা এখানে এসেছে এবং আমি সত্যিই অনেক রোমাঞ্চিত।'