ওমান-হংকংকে ছাড়াই ১০ সেপ্টেম্বর শুরু হতে পারে এশিয়া কাপ

আন্তর্জাতিক
ওমান-হংকংকে ছাড়াই ১০ সেপ্টেম্বর শুরু হতে পারে এশিয়া কাপ
এশিয়া কাপের শিরোপার সঙ্গে বাবর আজম ও রোহিত শর্মা
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের প্রভাবে এশিয়া কাপ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। যদিও সেই সঙ্কট অনেকটাই কেটে গেছে। বিসিসিআইয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে তারা এশিয়া কাপে অংশ নেবে। এ নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই। গত কয়েকদিন ধরেই সনি স্পোর্টস নেটওয়ার্ক তাদের চ্যানেলগুলোয় এশিয়া কাপের বিজ্ঞাপন প্রচার করছে।

যেখানে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে দেখা গেছে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত ও শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে। সংশ্লিষ্টদের ধারণা ২০২৫ এশিয়া কাপ নিয়ে সবুজ সঙ্কেত পেয়েই তারা সনি স্পোর্টস নেটওয়ার্ক বিজ্ঞাপন প্রচার শুরু করেছে। এবার ক্রিকবাজও এশিয়া কাপ নিয়ে সুখবর দিয়েছে।

ভারতীয় এই ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটটি জানিয়েছে এশিয়া কাপ নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই। যদিও আন্তমহাদেশীয় এই ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে দ্রুতই এই ব্যাপারে এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।

ক্রিকবাজ জানিয়েছে জুলাইয়ে শেষদিকে সভা ডেকে এশিয়া কাপের চূড়ান্ত সূচি ঘোষণা করতে পারে এসিসি। সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে মাঠে গড়াতে পারে এশিয়া কাপের আসর। সম্ভাব্য শুরুর তারিখ হতে পারে ১০ সেপ্টেম্বর।

প্রাথমিকভাবে জানা গেছে এবারের এশিয়া কাপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে। যদিও প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ এসিসি প্রিমিয়ার কাপের রানার্সআপ ওমান ও তৃতীয় হওয়া হংকংয়েরও টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা।

যদিও এই দুই দলকে ছাড়াই আয়োজন করা হতে পারে এবারের এশিয়া কাপ। এশিয়া কাপের আয়োজক হিসেবে ভারতের নাম থাকলেও হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন হতে পারে। ফলে ভারতের পাশাপাশি ম্যাচ আয়োজন হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। এমনটা হলে পাকিস্তানের ম্যাচগুলো সরে যাবে সংযুক্ত আরব আমিরাতে।

আরো পড়ুন: এশিয়া কাপ