টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়েতে যাচ্ছে সাউথ আফ্রিকা-নিউজিল্যান্ড

আন্তর্জাতিক
টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড
জিম্বাবুয়ে টেস্ট দল, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
জিম্বাবুয়ে ক্রিকেটে যেন সুদিন ফিরে এসেছে। সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে। এমনকি ফেভারিট এই দুই দলকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজও আয়োজন করতে যাচ্ছে রোডেশিয়ানরা।

সফরকারী দুই দলের বিপক্ষেই দুটি করে টেস্ট খেলবে জিম্বাবুয়ে। সাউথ আফ্রিকার বিপক্ষে জিম্বাবুয়ে সর্বশেষ টেস্ট খেলেছিল ২০১৭ সালের শেষদিকে। সেটা ছিল সাউথ আফ্রিকার মাটিতেই। ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে এর আগে দলটি প্রোটিয়াদের মুখোমুখি হয়েছিল ২০১৪ সালে।

সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২৮ জুন, দ্বিতীয় টেস্টটি শুরু হবে ৬ জুলাই। দুটি ম্যাচই হবে বুলাওয়োয়োতে। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের সবশেষ টেস্ট খেলে ২০১৬ সালে, বুলাওয়ায়োতে।

জমজমাট সিরিজগুলোকে সামনে রেখে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেন, 'কয়েক বছরের মধ্যে এটাই আমাদের সবচেয়ে বড় আন্তর্জাতিক ঘরোয়া মৌসুম হতে যাচ্ছে। বিশ্বের দুই ক্রিকেটীয় পরাশক্তির বিপক্ষে নিজেদের পরখ করতে পারা আমাদের খেলোয়াড়দের জন্য অবিশ্বাস্য সুযোগ।'

'সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ এবং রোমাঞ্চকর একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে পারা জিম্বাবুয়েতে ক্রিকেটের উন্নতিরও একটি ইতিবাচক দৃষ্টান্ত। আমরা দলগুলোকে স্বাগত জানাতে এবং আমাদের ক্রিকেট অনুরাগী ভক্তদের জন্য একটি দুর্দান্ত প্রদর্শনী উপহার দেয়ার জন্য উন্মুখ।'

নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকাকে নিয়ে জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজ হবে ১৪ থেকে ২৬ জুলাই পর্যন্ত। এই সিরিজটি হবে হারারেতে। এর আগে জিম্বাবুয়ে সবশেষ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছিল ২০১৮ সালের জুলাইয়ে। অন্য দুটি দল ছিল অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজ শেষ করার পর বুলাওয়ায়োতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। ম্যাচ দুটি হবে আগামী ৩০ জুলাই এবং ৭ আগস্ট।

আরো পড়ুন: জিম্বাবুয়ে