promotional_ad

‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’

সুনীল গাভাস্কার (বামে), ইনজামাম উল হক (ডানে)
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের নিয়ে গড়া পাকিস্তানকে ভারতের ‘বি’ দলও কঠিন চ্যালেঞ্জ জানাবে! কদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া পাকিস্তানকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন সুনীল গাভাস্কার। ভারতের সাবেক ব্যাটারের এমন মন্তব্যে চটেছেন ইনজামাম উল হক। পরিসংখ্যান দেখার পরামর্শ দেয়ার পাশাপাশি গাভাস্কারকে মুখের লাগাম টানতে বলেছেন তিনি।

promotional_ad

একটা সময় ভারতের বিরুদ্ধে দাপট দেখালেও সাম্প্রতিক বছরগুলোতে বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে পেরে উঠতে পারছে না পাকিস্তানের বর্তমান ক্রিকেট দল। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপাক্ষিক সিরিজ না হলেও আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টে প্রতি বছরই খেলার সুযোগ হচ্ছে তাদের। সবশেষ তিন আইসিসি টুর্নামেন্টে গড়পড়তা পারফর্ম করেছে পাকিস্তান। 


আরো পড়ুন

শিরোপার দৌড়ে বেঙ্গালুরুকে এগিয়ে রাখছেন গাভাস্কার

১৯ ঘন্টা আগে
শিরোপার দৌড়ে বেঙ্গালুরুকেই এগিয়ে রাখছেন সুনীল গাভাস্কার, ফাইল ফটো

সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ভারতের টিভিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দ্বৈরথ নিয়ে হাইপ তোলা হলেও মাঠের ক্রিকেটে সেটার প্রতিফলন দেখা যায় না। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি, কোথাও ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। এমন অবস্থায় গাভাস্কার জানিয়েছেন বর্তমান সময়ের পাকিস্তান দলকে ভারতের দ্বিতীয় সারির দলও কঠিন চ্যালেঞ্জ জানাবে। ভারতের সাবেক ব্যাটারের এমন কথা ভালোভাবে নেননি ইনজামাম। 


পাকিস্তানের অবস্থান খুঁজে পেতে গাভাস্কারকে পরিসংখ্যান দেখতে বলেছেন তিনি। সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে না পারলেও মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে পাকিস্তান। ১৯৭৮ সাল থেকে এখন পর্যন্ত একে অপরের বিপক্ষে ১৩৬ ওয়ানডে খেলেছেন দুই দল। যেখানে ভারতের ৫৮ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ৭৩ ম্যাচে। পাকিস্তানকে নিয়ে এমন বাজে মন্তব্যে গাভাস্কার নিজের লিগ্যাসিকে অবমূল্যায়ন করছেন বলে জানিয়েছেন ইনজামাম।


promotional_ad

পাকিস্তানের ২৪ নিউজ এইচপি টিভির সঙ্গে আলাপকালে ইনজামাম বলেন, ‘তাকে (গাভাস্কারকে) কেউ পরিসংখ্যান দেখতে বলুন। তাহলেই তিনি জানতে পারবেন পাকিস্তানের অবস্থান কোথায়। তাঁর মতো একজন এমন মন্তব্য করায় আমি খুব দুঃখ পেয়েছি। তিনি অনেক বড় মাপের ও সম্মানীয় ক্রিকেটার। কিন্তু এ ধরনের কথাবার্তা বলে তিনি নিজের লিগ্যাসিকে অবমূল্যায়ন করছেন। তাঁর মুখে সামলে কথা বলা উচিত।’


আরো পড়ুন

এখনই সিদ্ধান্ত না নিলে পাকিস্তানের পতন অনিবার্য: ইনজামাম

১৭ মার্চ ২৫
পাকিস্তান দল ও ইনজামাম উল হক

পরিসংখ্যান দেখার পরামর্শ দেয়ার পাশাপাশি গাভাস্কারকে খোঁচাও দিয়েছেন ইনজামাম। পাকিস্তানের সাবেক অধিনায়ক জানান, শারজাহতে পাকিস্তানের বিপক্ষে খেলা থেকে বাঁচতে একবার নাকি গাভাস্কার পালিয়েও গিয়েছিলেন। ভারতকে নিয়ে প্রশংসা করলেও অন্য কোনো দলকে নিয়ে এমন কুরূচিপূর্ণ মন্তব্য থেকে বিরতি থাকতে বলেছেন ইনজামাম।


তিনি বলেন, ‘ভারত ম্যাচ জিতেছে, তারা ভালো খেলেছে কিন্তু কিন্তু মিস্টার গাভাস্কারের পরিসংখ্যানের দিকে তাকানো উচিত। পাকিস্তানের বিপক্ষে খেলা থেকে বাঁচতে একবার তিনি শারজাহ থেকে পালিয়েছিলেন। বয়সে সে আমাদের চেয়ে বড়। তাই আমরা তাঁকে শ্রদ্ধা করি। কিন্তু অন্য দেশ সম্পর্কে এ ধরনের মন্তব্য করা উচিত নয়। আপনার দল নিয়ে যত খুশি প্রশংসা করুন। অবশ্যই সেই অধিকার আপনার আছে। কিন্তু অন্য দল নিয়ে এ ধরনের মন্তব্য কুরূচিপূর্ণ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball