promotional_ad

এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার

বিরাট কোহলি ও হারিস রউফের আলিঙ্গন, আইসিসি
কদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। এই লড়াইয়ে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। সেই ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটের পরাজয় বরণ করে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকরা।

promotional_ad

এবার সেই হারের বদলা নেয়ার জন্য এ বছরই একাধিক সুযোগ পাচ্ছে পাকিস্তান। কারণ চলতি বছরই অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। গত আসরের মতো এই টুর্নামেন্টে একই গ্রুপে থাকছে ভারত ও পাকিস্তান। ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে এবারের এশিয়া কাপ হতে পারে সেপ্টেম্বরের শেষের দিকে।


আরো পড়ুন

অনিশ্চয়তায় ভারতের বাংলাদেশ সফর, প্রভাব পড়ছে এশিয়া কাপেও

২ মে ২৫
হাত মেলাচ্ছেন বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা, আইসিসি

আগামী বছরের শুরুতেই ভারতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই ভাবনায় এবারের এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। টুর্নামেন্ট জুড়ে মোট ১৯টি ম্যাচ হবে। ৮ দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত হলেও তা সরে যেতে পারে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায়।


এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সিদ্ধান্ত অনুযায়ী ভারত ও পাকিস্তানকে আপাতত কোনো টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেয়া হবে না। কারণ দুই দলের কেউই একে অপরের দেশে গিয়ে কোনো ম্যাচ খেলতেই রাজি না।


promotional_ad

এশিয়া কাপের 'এ' গ্রুপে ভারত পাকিস্তানের সঙ্গে থাকছে সংযুক্ত আরব আমিরাত। এই গ্রুপে যোগ দেয়ার কথা রয়েছে আরও একটি দলের। এদিকে 'বি' গ্রুপে থাকছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এই গ্রুপেও যুক্ত হবে আরও একটি দল।


আরো পড়ুন

নির্ধারিত সময়েই ভারত সিরিজের আশায় বিসিবি সভাপতি

১১ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ফারুক আহমেদ, ক্রিকফ্রেঞ্জি

হংকং ও ওমান এই বছর এশিয়া কাপে খেলবে। তবে দুই দলে কে কোন গ্রুপে খেলবে তা নিশ্চিত নয়। এর আগে ২০২৩ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল নেপাল। এবার তারা বাছাইপর্ব থেকে ছিটকে গেছে। 


২০২৩ এশিয়া কাপ আয়োজন করা হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। সেবার ৮ দলকে দুই ভাগে ভাগ করা হয়েছিল। সেখান থেকে দুটি করে দল খেলেছিল পরের পর্বে। সেখান থেকে জয়ী দুই দল চলে যাবে সোজা ফাইনালে। ভারত-পাকিস্তান ফাইনালে উঠতে পারলে তিনবার তাদের সাক্ষাৎ হবে এশিয়া কাপে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball